ঢাকাশনিবার , ২৫ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীতে ছিনতাই বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

news
জানুয়ারি ২৫, ২০২৫ ৬:৩৭ অপরাহ্ণ । ১৫১ জন
Link Copied!

টংঙ্গি প্রতিনিধি:

 

গাজীপুরের টঙ্গীতে ছিনতাই বন্ধের দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার সকাল সাড়ে এগারোটায় টঙ্গীর স্টেশন রোড এলাকায় শতাধিক শিক্ষার্থী এ বিক্ষোভে অংশ নেন।

এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ করে দেয় টঙ্গীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী।

মহাসড়কে বিক্ষোভ শেষে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঘটনা নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী উপ কমিশনার মেহেদী হাসান দিপুর( টঙ্গী জোন) কাছে মৌখিকভাবে অভিযোগ করেন।

বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা বলেন, প্রতিনিয়ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকা থেকে টঙ্গীর গাজীপুরা ছিনতাইয়ের ঘটনা ঘটছে। গত কয়েক দিনে অন্তত বিশজন শিক্ষার্থী এ মহাসড়ক ব্যবহার করায় টঙ্গী এলাকায় ছিনতাইয়ের কবলে পড়েন। পুলিশ ছিনতাই প্রতিরোধে ব্যর্থ। তাই আজ শতাধিক সাধারণ শিক্ষার্থী মহাসড়কে বিক্ষোভ করছি। পুলিশ ছিনতাই বন্ধে ব্যর্থ হলে শিক্ষার্থীরা মহাসড়কে ফের কঠোর আন্দোলনের কর্মসূচির ঘোষণা দেবে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী উপ কমিশনার(টঙ্গী জোন) মেহেদী হাসান দীপু বলেন, ছিনতাই বন্ধে শিক্ষার্থীরা আমাদের কাছে মৌখিক অভিযোগ দিয়েছে। ছিনতাইকারীদের গ্রেপ্তার করতে পুলিশের কয়েকটি টহল টিম কাজ করছে।ছাত্রদের পক্ষ থেকে জানিয়েছে ছিনতাই বন্ধে ছাত্ররাও পুলিশের সাথে মহাসড়ক ও বিভিন্ন এলাকায় কাজ করবে।

 

You cannot copy content of this page