টঙ্গী প্রতিনিধি:
টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান লেসন স্কুল এন্ড কলেজে দিনব্যাপী পিঠাপুলির মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গনে লোকজ বাংলার ঐতিহ্যবাহী এ পিঠাপুলির মেলা অনুষ্ঠিত হয়। পিঠা মেলার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. জসিম উদ্দিন খান।
এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিচালক সোনিয়া খান। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের সভাপতি অলিদুর রহমান অলি, টঙ্গী প্রেসক্লাবের সদস্য মাহবুবুর রহমান জিলানী, টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক একে এম আসাদুজ্জামান বাবু, সাবেক ছাত্রনেতা মাহবুবুল আলম মাসুম, মোস্তাফিজুর রহমান, প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক ফাতেমা ইয়াসমিন, শিক্ষক রাবিন হোসাইন, ইকবাল মাসুম সহ শিক্ষার্থী, অভিভাবক ও দর্শনার্থীদের বিপুল উৎসাহ উদ্দীপনা এ পিঠা উৎসব উপভোগ করেন এবং হাজার হাজার দর্শনার্থীদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গন মুখরিত হয়ে উঠে।
দিনব্যাপী এ পিঠাপুলির মেলায় ২৪ টি স্টলে ১৩০ রকমের বাহারি পিঠাপুলি বিক্রয় ও প্রদর্শিত হয়েছে। বিকেলে বিজয়ী পিঠা তৈরী শিল্পীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়