ঢাকারবিবার , ১ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ

এ,আর, মজিদ শরিফঃ
জুন ১, ২০২৫ ১২:৪২ অপরাহ্ণ । ১৩৮ জন
Link Copied!

এ,আর, মজিদ শরিফঃ

রাজধানীর উত্তরখানে অবৈধ জুস ও কমল পানীয় কারখানার কতটুকু বৈধতা আছে ?

রাজধানীর উত্তরখান পূর্বচাঁনপাড়া শীতলেরটেক মসজিদের পূর্ব পাশে ডিসির বাড়ি নামে পরিচিত এই বাড়িতে সেরা জুস নামে তৈরি হচ্ছে বিভিন্ন কোমল পানীয়। যেমন:- জুস্,ড্রিংকু,চাবান পানি, আইসললি,মিনারেল ওয়াটার বোতল জাত সহ বিভিন্ন নামের ড্রিংস। এই পণ্যের কতটুকু বৈধতা আছে? এবং সরকারি নিয়মকানুন মানছে কিনা? কারখানা কতৃপক্ষকে খুঁতিয়ে দেখা প্রয়োজন প্রশাসনের। শুধু তাই নয়, উত্তরখানে বেশকয়েকটি খাদ্য দ্রব্য তৈরির কারখানা রয়েছে অস্বাস্থ্যকর পরিবেশে। বিভিন্ন সময়ে যৌথবাহিনি ম্যাজিস্ট্রেট নিয়ে অভিযান পরিচালনা করলেও, থেমে নেই অসাধু ব্যবসায়ীকদের দৌরাত্ব। এতে সরকারের কঠিন পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন জাতি।

You cannot copy content of this page