ঢাকাশনিবার , ২৫ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

জিন্নাত আলী মালকার স্মৃতি সর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে, চ্যম্পিয়ন ভাণ্ডারিয়া বাজার একাদশ

news
জানুয়ারি ২৫, ২০২৫ ৪:২১ অপরাহ্ণ । ৩৫ জন
Link Copied!

লোকমান হোসেন-ভাণ্ডারিয়া :

 

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গতকাল শুক্রবার জিন্নাত আলী মালকার স্মৃতি সর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উপজেলার ৫নম্বর ধাওয়া উইনিয়নের স্থানীয় পশারি বুনিয়া বিনাপানি বাজার লাগোয়া মাঠে বিকাল পাঁচ টায় যে দুটি দল অংশ নেন তারা হলেন ভাণ্ডারিয়া বাজার একাদশ ও নবীন প্রবীণ একাদশ। প্রথম ইনিংস এ টচে জিতে ব্যাট করেন নবীন প্রবীণ একাদশ। নির্ধারিত সময়ে তারা ৬উইকেট হাড়িয়ে ৮৪রান করেন।

দ্বিতীয় ইনিংস এ ৮৫রানের টার্গেট নিয়ে মাঠে নামে ভাণ্ডারিয়া বাজার একাদশ। তারা ২উইকেট হারিয়ে ১১ওভার ২বলে চ্যম্পিয়ন হয়। খেলায় ম্যান অব দ্যা ফাইনালের মেডেল জেতেন ভাণ্ডারিয়া বাজার একাদশের অধিনায়ক আলী অজিম রিপন ও সেরা ফিল্ডার নবীন প্রবীণ একাদশের অধিনায়ক মো. রাকিব মাস্টার এবং সেরা বলিং এর মেডেল জেতেন মো. সাব্বির।

খেলায় আম্পায়ের দ্বায়িত্ব পালন করেন দ্বৈত ভাবে রাকিব হাসান ও শামসুল ইসলাম শান্ত। ধারাভাষ্যে ছিলেন ধাওয়া রাজপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক কে.এম.জামাল হোসেন।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভায় পশারি বুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাহাবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পার্টি— জেপির কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক মো. কাওসারুল ইসলাম মালকার। এছাড়াও বক্তব্য রাখেন, পশারি বুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল হামিদ সিকদার, নুরমোহাম্মদ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সাইফুল্লা কালাম, ধাওয়া ইউনিয়ন যুবসংহতি নেতা এবং সাবেক ইউপি সদস্য মো. জাহিদ হাসান সাঈদ,মো. বাবু তালুকদার, খেলার তত্বাবধায়ক মো. রেজাউল করিম রাজু প্রমূখ।

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, কাওসারুল ইসলাম মালকার বর্তমান সময়ে মাদকের ছোবলে যুব সমাজ তাদের লক্ষ্য হাড়িয়ে ফেলছে। তাই এই ভয়াবহ মাদকের ছোবল থেকে যুবসমাজকে বাঁচাতে খেলা ধূলা একটি অনন্য পথ। সে জন্য ই আমাদের এলাকায় ক্রিকেট, ফুটবল, ব্যাটমিন্টনসহ বিভিন্ন ধরনের খেলা ধূলার আয়োজনকে আমি সর্বাগ্রে প্রাধান্য দিয়ে এবং সার্বিক সহায়তা প্রদান করি।

উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আপনাদের সন্তানটির সার্বিক খোঁজ খবর রাখবেন। তারা কখন কোথায় যায়,কাদের সাথে সঙ্গ দেয়। কথায় আছে সৎসঙ্গে সর্গবাস,অসৎসঙ্গে সর্বনাশ। পরে রাতে চ্যম্পিয়ন দল এবং রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। উল্লেখ্য; গত বছরের (২০২৪ইং) ২৭ডিসেম্বর এ খেলা শুরু হয় এবং গতকাল ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে মোট ৩২টি দল অংশ গ্রহন করে।