ঢাকাশুক্রবার , ১৯ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

কালিয়াকৈরে বিয়ের প্রলোভনে স্কুল ছাত্রীকে ধর্ষণ

news
জানুয়ারি ১৯, ২০২৪ ৭:৫৬ অপরাহ্ণ । ৪১৯ জন
Link Copied!

কালিয়াকৈরে বিয়ের প্রলোভনে স্কুল ছাত্রীকে ধর্ষণ

তুষার আহম্মেদ  কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈরে বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।১৪ জানুয়ারি রোববার রাতে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মনতলা গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় এলাকার কয়েকজন মাতাব্বর মীমাংসার আশ্বাস দিয়েও কোনো সমাধান করতে না পারায় তিনদিন পর ওই স্কুল ছাত্রীর বাবা শাহীন হোসেন বাদী হয়ে ১৭ জানুয়ারি বুধবার সন্ধ্যায় কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

ধর্ষণের শিকার ওই কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী।

অভিযোগ সূত্রে জানা গেছে, মনতলা গ্রামের কামাল হোসেনের

ছেলে হিমেল(২০)বেশ কিছু দিন যাবৎ ওই স্কুল ছাত্রীকে প্রেম প্রস্তাব দিয়ে উত্যাক্ত করে আসছিল। একপর্যায়ে ওই স্কুল ছাত্রীর সাথে হিমেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।১৪ জানুয়ারী বিকেলে ওই স্কুলছাত্রীকে বিয়ের কথা বলে বাড়ি থেকে কৌশলে বের করেনিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে সময় ক্ষেপণ করে।একপর্যায়ে হিমেলের বন্ধু রিফাতের সহযোগিতায় হিমেল ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করেন।পরে মেয়েটি কান্নাকাটি করলে বিভিন্ন রকমের ভয়-ভীতি দেখিয়ে মেয়েটিকে বাড়িতে পাঠিয়ে দেয় ওই স্কুলছাত্রী বাড়ীতে গিয়ে বিষয়টি পরিবারের লোকজনকে জানাইলে ওই ছাত্রীর বাবা বিষয়টি এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গের নিকট জানায়। এলাকার মাতাব্বরগন মিমাংসার চেষ্টা করে।মিমাংসা ব্যর্থ হলে ওই স্কুল ছাত্রীর বাবা শাহিন হোসেন বাদী হয়ে গত বুধবার সন্ধায় কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সোহেল মোল্লা জানান, ধর্ষনের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

You cannot copy content of this page