ঢাকারবিবার , ২৫ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

কান উৎসবের এবারের আসরের বিজয়ীদের তালিকা

ডেস্ক রিপোর্ট:
মে ২৫, ২০২৫ ৮:৪৩ অপরাহ্ণ । ১৬৪ জন
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরের পর্দা নামলো। ফ্রান্সের দক্ষিণে ভূমধ্যসাগরের তীরে গত ১৩ মে এর উদ্বোধন হয়েছিল। গতকাল শনিবার পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো ১২ দিনের এই বর্ণিল আয়োজন। একনজরে এবারের পুরো বিজয়ীদের তালিকা তুলে ধরা হলো-
মূল প্রতিযোগিতা :
স্বর্ণপাম: ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট (জাফর পানাহি, ইরান)
গ্রাঁ প্রিঁ: সেন্টিমেন্টাল ভ্যালু (ইওয়াকিম ত্রিয়ার, নরওয়ে/ডেনমার্ক)
জুরি প্রাইজ: সিরেট (অলিভার লুক্সে, স্পেন), সাউন্ড অব ফলিং (মাশা শিলিনস্কি, জার্মানি)
স্পেশাল প্রাইজ: রেজারেকশন (বাই গান, চীন)
সেরা অভিনেতা: ওয়াগনার মোরা (দ্য সিক্রেট এজেন্ট, ব্রাজিল)
সেরা অভিনেত্রী: নাদিয়া মেলিতি (দ্য লিটল সিস্টার, ফ্রান্স)
সেরা পরিচালক: ক্লেবার মেনদোঙ্কা ফিলো (দ্য সিক্রেট এজেন্ট, ব্রাজিল)
সেরা চিত্রনাট্যকার: জ্যঁ-পিয়ের ও লুক দারদেন (ইয়াং মাদার’স, বেলজিয়াম)
কারিগরি পুরস্কার :
সিএসটি আর্টিস্ট-টেকনিশিয়ান অ্যাওয়ার্ড: চিত্রগ্রহণে রুবেন ইমপেন্স, শব্দমিশ্রণে স্টেফান থিবোঁ (চলচ্চিত্র: আলফা)
সিএসটি নবীন নারী ফিল্ম টেকনিশিয়ান অ্যাওয়ার্ড (শিল্প নির্দেশনা) : এপোনাইন মোমেনসো (চিত্রগ্রহণ, চলচ্চিত্র: কনেমারা)
আঁ সাঁর্তে রিগা :
সেরা চলচ্চিত্র: দ্য মিস্টেরিয়াস গেজ অব দ্য ফ্লামিঙ্গো (দিয়েগো পেসপেদেস, চিলি)
জুরি প্রাইজ: অ্যা পয়েট (সিমন মেসা সোতো, কলম্বিয়া)
সেরা অভিনয়শিল্পী: ক্লিও দিয়ারা (আই অনলি রেস্ট ইন দ্য স্টর্ম), ফ্রাঙ্ক ডিলেন (আর্কিন, যুক্তরাজ্য)
সেরা পরিচালক: আরব ও টারজান নাসের (ওয়ান্স আপন অ্যা টাইম ইন গাজা, ফিলিস্তিন)
সেরা চিত্রনাট্যকার: পিলিয়ন (হ্যারি লাইটন, যুক্তরাজ্য)
সম্মানসূচক স্বর্ণপাম :
সম্মানসূচক স্বর্ণপাম: রবার্ট ডি নিরো, ডেনজেল ওয়াশিংটন
গোল্ডেন ক্যামেরা :
ক্যামেরা দ’র: হাসান হাদি (দ্য প্রেসিডেন্ট’স কেক, ইরাক)
স্পেশাল মেনশন : আকিনোলা ডেভিস জুনিয়র (মাই ফাদার’স শ্যাডো, নাইজেরিয়া)
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র :
স্বর্ণপাম: আই অ্যাম গ্ল্যাড ইউ আর ডেড নাউ (তৌফিক বারহোম, ইসরাইল)
স্পেশাল মেনশন: আলী (আদনান আল রাজীব, বাংলাদেশ)
আদনান আল রাজীব ও তৌফিক বারহোম আদনান আল রাজীব ও তৌফিক বারহোম
লা সিনেফ

You cannot copy content of this page