ঢাকাশনিবার , ২৩ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়িতে শীর্ষ মাদক ব্যাবসায়ী এখন চাদাবাজিতে এগিয়ে

আকাশ মোল্লা :
নভেম্বর ২৩, ২০২৪ ৯:৩৪ অপরাহ্ণ । ৩০ জন
Link Copied!

আকাশ মোল্লা :

ফটিকছড়ি উপজেলার ২নং দাতমারা ইউনিয়নের বাসিন্দা মোঃ রাসেল (৩৭), পিতা মোঃ আবুল কাসেম। মোঃ রাসেল তিনি কথিত একজন বিনপি নেতা, যুবক বয়সে তিনি নিজ গ্রাম ইসলামপুরে সন্তাসী বাহিনী গঠন ও গ্রামে জোর জুলুম সন্ত্রাসী কার্যক্রম করায় গ্রামবাসী প্রতিবাদ জানান পরবর্তীতে তিনি মালয়েশিয়া যায়, প্রবাসে অপরাধ করায় তাকে দেশে পাঠিয়ে দেন, পরবর্তীতে তিনি প্রাম বাসীর কাছে জানায় তিনি পুনরায় কোনও সন্ত্রাসী কার্যক্রম বা বাহিনী গঠন করবে না, এরপর তিনি গোপনে মাদক ব্যাবসা শুরু করে ও ধীরে ধীরে নিজ গ্রাম সহ আসে পাসের গ্রামে তার নিয়ন্ত্রণে মাদক ব্যাবসা করেন, তক্ষণে তিনি ব্যাবসা নিয়ন্ত্রিত করার জন্য পুনরায় বাহিনী গঠন করে। রাসেল ইয়াবা সহ কক্সবাজারের রামু থানায় আটক হন এবং পরবর্তীতে আরো ৩টি মাদক মামলা হয় ও রাসেলের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা হয। জানাযায় রাসেলের বিরুদ্ধে ২০২১ সালে সাজা হয়। রাসেল একজন চিহ্নিত মাদক ব্যাবসায়ী ও সন্ত্রাস হওয়ায় তাকে পুলিশ, র‌্যাব, ডিবি তাকে নজরদারি করত তাই সে ফেনী ও চট্টগ্রাম শহরে থাকতেন। গত ৫ আগষ্টের পর আইন শৃংখলা বাহিনীর তৎপরতা কমে যাওয়ার সুযোগে সে তার বাহিনী নিয়ে নিজ উপজেলায় ব্যাপক লুটপাট চালায়, কারো জমি দখল করে, কারো আবার ব্যাবসা প্রতিষ্ঠান দখল ও নানান ভয়ভীতি দেখিয়ে কারো কাছে থেকে নগদ টাকা সোনার গহনা সহ বিভিন্ন জিনিসপত্র নেন। বর্তমানে দাতমারা ইউনিয়ন বাসী রাসেলের কাছে জিম্মি। একদিকে তার সন্ত্রাসী কার্যক্রমে ইউনিয়ন বাসী নির্যাতিত অন্নদিকে তার মাদকের ভয়াল থাবা যা যুবসমাজের মাদকাসক্ত বিস্তার লাভ করে। ইউনিয়ন বাসী জানান তারা রাসেল বাহিনি হতে মুক্তি পেতে চায়।

You cannot copy content of this page