ঢাকারবিবার , ১৬ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

রাঙ্গুনিয়ার শীর্ষ মাদক কারবারি জলইক্যা গ্রেফতার

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-রাঙ্গুনিয়া :
মার্চ ১৬, ২০২৫ ৮:২০ অপরাহ্ণ । ৪৬ জন
Link Copied!

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-রাঙ্গুনিয়া :

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শীর্ষ মাদক কারবারি আজিজুল হক ওরফে জলইক্যা (৫৫) গ্রেফতার হয়েছে। শনিবার (১৫ মার্চ) দিনগত রাত ১২ টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ঘাগড়াকুল নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ও র‍্যাব। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার দুই বছরের সাজা রয়েছে। রোববার (১৬ মার্চ) সকালে আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও সংশিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, ২০১৭ সালের একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জলইক্যার দুই বছরের সাজা ছিল। দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর অবশেষে তিনি গ্রেফতার হন।
জানা গেছে, জলইক্যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে বেপরোয়া মাদক বিক্রি করলে পুলিশের ধরাছোঁয়ার বাইরে ছিল। পতিত আওয়ামীলীগের কিছু নেতার ছত্রছায়ায় তিনি মাদক কারবার বিস্তার করে যাচ্ছিল।

জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুজন হালদার বলেন,“ আসামীর বিরুদ্ধে দুই বছরের সাজা রয়েছে। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ আসছিল।

You cannot copy content of this page