সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন

Headline :
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর শোকবার্তা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে শারদীয় দুর্গা উৎসব সফল সমাপ্তিতে জেলা পুলিশ সুপারক কে ফুলেল শুভেচ্ছা ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে ভাণ্ডারিয়ায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি অব্যাহত গাজীপুরের কোনাবাড়ীতে নবজাতকের লাশ উদ্ধার, এলাকাবাসীর চোখে অশ্রু। বাংলাদেশ মাধ্যমিক কারিগরি শিক্ষক পরিষদের সম্মেলনে নির্বাচিত সভাপতি, প্রকৌশলী মোঃ মতিউর রহমান ও সাধারণ সম্পাদক, প্রকৌশলী আবুল বাশার ঢাকার নবাবগঞ্জে প্রেমিকের সহায়তায় স্বামীকে হত্যা স্ত্রীর স্বীকারোক্তি। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক গাজীপুর চৌরাস্তার পশ্চিম পাশে প্রায় এক কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। চরফ্যাশনে ডাক্তার আঁখি আক্তারের অবহেলায় নব জাতকের মৃত্যু। নামমাত্র কাজ করে প্রকল্পের টাকা আত্মসাৎ: প্যানেল চেয়ারম্যান আমিনুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ একজন ভালো মনের মানুষ বিএম আলমগীর

নড়াইল সদরের গোবরা বাজারে ককটেল বোমা হামলায় গুরুতর আহত তিন জন

সৈয়দ রুবেল-নড়াইল : / ১৩০ Time View
Update : সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন

সৈয়দ রুবেল-নড়াইল :

নড়াইল সদর উপজেলার গোবরা বাজার এলাকায় বিএনপির অফিসের পাশে ককটেল বোমা হামলায় ৩ জন গুরুতর আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গিয়াছে।

০৭ মার্চ (শুক্রবার) রাতে তারাবির নামাজ শেষে গোবরা বাজারের  বিএনপির কার্যালয়ে বসে চা পান করছিলেন স্থানীয় ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবু মোল্লা, ওয়াজেদ আলী তিতুমীর ও নিউটন শেখ। এ-সময় আকর্ষিক দুর্বৃত্তরা   অফিসের পাশে ককটেল বোমা হামলা করে পালিয়ে যায়।

পরে বোমার শব্দে এবং আহতদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসলে,এদের মধ্যে তিতুমীরের অবস্থা আশঙ্কাজক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে তারাবির নামাজ শেষে সাড়ে ৯টার দিকে সদরের গোবরা নতুন স্ট্যান্ডে বিএনপি অফিসের ভেতরে গোবরা গ্রামের আব্দুল হামিদের ছেলে সিঙ্গাশোলপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবু মোল্যা, জাফর আলীর ছেলে ইউনিয়ন বিএনপির সদস্য ওয়াজেদ আলী তিতুমীর ও একই এলাকার স্বঘোষিত বিএনপি নেতা নিউটন গাজীসহ বেশ কিছু নেতাকর্মী বসে গল্প করছিলেন।

 এ সময় দুর্বৃত্তরা তাদেরকে লক্ষ্য করে অতর্কিতভাবে তিনটি ককটেল বোমা হামলা করে দুটি মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। নেতাকর্মীদের অভিযোগ, গত ৫ আগস্টের পর নিউটন গাজী নিজেকে বিএনপির কর্মী বলে দাবি করতে থাকেন।

স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বহিষ্কৃত ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি উজ্জ্বল শেখ গ্রুপের সাথে একই এলাকার নিউটন গাজীর গ্রুপের গত দু’বছর ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্য বিরোধ চলে আসছিল। বোমা বিস্ফোরণের ঘটনার সাথে পূর্বের বিরোধের সম্পর্ক থাকতে পারে।

এ বিষয়ে নড়াইল সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম পলাশ বলেন, শুনেছি গোবরা বাজারে বোমার আঘাতে তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে বাবু মোল্যা ও ওয়াজেদ আলী তিতুমীর বিএনপির নেতাকর্মী। অন্যজন নিউটন গাজী বিএনপির রাজনীতির সাথে জড়িত নয়। তিনি এ ঘটনার কারণ বলতে পারেননি।

এবিষয়ে সাংবাদিকরা নড়াইল সদর থানার ওসি মো. সাজেদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা শুনেছি গোবরা বাজারের একটি টিনশেড ঘরের সামনে বোমা বিস্ফোরণে ঘটনায় তিনজনের আহত হয়েছে। ঘটনার কারণ জানার চেষ্টা চলছে। তবে পরিস্থিতি এখন শান্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *