ঢাকাবুধবার , ৫ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির নিবেদিত ত্যাগী নারীকর্মী সাংবাদিক জেসমিন জুঁই অসুস্থ

এসএম নুর ইসলাম :
মার্চ ৫, ২০২৫ ৫:৪৬ অপরাহ্ণ । ৭১ জন
Link Copied!

এসএম নুর ইসলাম :

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক কার্যনির্বাহী সদস্য, জিয়াউর রহমান সামাজিক সংগঠনে কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক, বাংলাদেশ ফটো জানালিস্ট এসোসিয়েশনের সদস্য, নারী নেত্রী, জেসমিন জুই অসুস্থ। তিনি বিএনপির সংগঠনের সাথে, দলের দুঃসময়ে দলের পাশে থাকা একজন নিবেদিত কর্মী, দলের দুঃসময়ের যখন কর্মী খুঁজে পাচ্ছিল না, সেই সময় দেখা যেতো এই জেসমিন জুঁই কে, যেকোনো সভা সমাবেশে সবার আগে, অথচ আজ তিনি অসুস্থ দলের কেউ খোঁজ নেয় না এই ত্যাগী বিএনপি কর্মীকে।

বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে। প্রত্যেকটি দলের নিবেদিত কর্মীদের, অবহেলা, অবজ্ঞা, অবমূল্যায়ন, ছাড়া তারা কিছুই যে পায় না এটাই তার দৃষ্টান্ত প্রমাণ।

সকল দলের প্রতি একটি আবেদন থাকবে শুধু নিষ্ঠা সততা আদর্শবান ত্যাগী নেতাদের মূল্যায়ন করার জন্য।

২০২২ সালের ১০ ই ডিসেম্বর গোলাপবাগ মাঠের বিএনপির সমাবেশ কে সফল করার লক্ষ্যে, যারা কাজ করেছেন তাদের মধ্যে যে নেতা কর্মীরা ছিল সেই কর্মীদের মধ্যে সাংবাদিক জেসমিন জুঁই অন্যতম ভূমিকা পালন করেছিল। ৫ ডিসেম্বর থেকে ১০ই ডিসেম্বর পর্যন্ত পুলিশের বর্বরতা হামলা শিকার ভিডিও ফুটেজ ধরনের কাজে ব্যস্ত ছিলেন,পুলিশের কাছে হেনেস্তা বিভিন্ন জায়গায় হামলার শিকার হয়েছিলেন তিনি, শুধু তাই না ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাচনেও ও সাংবাদিকদের দাবি আদায়ের বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন জেসমিন জুঁই। এতেও তাকে লাঞ্ছিত করা হয়েছিল ঢাকা সাংবাদিক ইউনিয়নের জাতীয় প্রেস ক্লাবে।

তবুও থেমে নেই বিএনপির জন্য তার সংগ্রাম, অথচ সাংবাদিক শওকত মাহমুদ এর সাথে সাংবাদিক সগঠন করার জন্য, সাংবাদিক জেসমিন জুঁই কে দলের সুসময়ে তার কোনো মূল্য নেই। সারা দেশে এই রকম ত্যাগী নেতা নেত্রীদের খুঁজে দলের সাথে রাখার আহবান জানান সুশীল সমাজের।

You cannot copy content of this page