ঢাকাবুধবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

সোনারগাঁয়ে লিচু বাগানে ফুলের মেলা

news
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৮:২২ অপরাহ্ণ । ৫৩ জন
Link Copied!

মোঃ আমির হোসেন-সোনারগাঁ :

বিখ্যাত লিচু সোনারগাঁয়ের সারা দেশে খ্যাতি অর্জন করেছে ও সমাহিত। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বিভিন্ন বাগানে ফুলের হাসির মেলা দেখা যায়। মৌসুমি ফল লিচু যা বছরে একবার হয়। এ-ই প্রাকৃতিক সম্পদ বা লিচুর প্রচুর সমাহার হিসেবে পরিচয় বহন করিয়ে দেয় নতুনভাবে সোনারগাঁকে। বাংলার এক সময়কার রাজধানী সোনারগাঁয়ে বিভিন্ন জাতের ও প্রকার লিচু বাগান রয়েছে।

বাগান মালিক ও কৃষকরা প্রতি বছর এ-ই প্রাকৃতিক সম্পদ ফল ফলাতে কঠিন পরিশ্রম করে এতে নিয়মিত পরিচর্যা করতে হয়। পাশাপাশি অর্থ খরচ হয় তাছাড়া দিন রাত জেগে লিচু বাগান পাহাড়া দিতে হয়। বাংলাদেশের বিভিন্ন জেলায় এই লিচু বাগান রয়েছে তবুও সবার প্রিয় সোনারগাঁয়ের বিখ্যাত লিচু।

সবার আগে এই ফলটি বাজারে আসে সোনারগাঁ লিচু। উপজেলার সোনারগাঁও পৌরসভা এবং বৈদ্যের বাজার ইউনিয়নের সবচেয়ে বেশি রয়েছে বড় বড় লিচু বাগান। সোনারগাঁ জুড়ে রয়েছে বাগানে ফুলের মেলা হাসি মুখে বাগান মালিক ও কৃষকরা। আশায় বুক বেঁধে স্বপ্ন পূরণ হবে সোনারগাঁ বাগান মালিক ও চাষিদের।

You cannot copy content of this page