আল-আমিন হোসাইন – পিরোজপুর :
বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন করেছে সর্বস্তরের ছাত্র ও শ্রমিক জনতা ব্যানারে একটি সংগঠন।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের টাউন ক্লাব সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা। মানববন্ধনে বক্তব্য দেন জাকির শেখ, ফারুক হোসেন, সুজন মোল্লাসহ একাধিক ট্রাক মালিক ও ট্রাকে কর্মরত শ্রমিকরা।
এ সময় বক্তারা বলেন পিরোজপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মহাসিন হাওলাদার নির্দেশে রাতে পিরোজপুর জেলা ও জেলার ওপর থেকে গাছ বোঝাই ট্রাক চলাচল করার সময় বন বিভাগের লোকজন তারা বিভিন্ন ভাবে অনৈতিক প্রস্তাব দেয় ও তাদেরকে হয়রানি করে। তারা ট্রাকপ্রতি একহাজার টাকা করে দাবি করে চালকদের কাছে। ট্রাক চালকরা টাকা দিতে অস্বীকার করলে তারা শারীরিক নির্যাতনসহ অফিসের ভেতরে নিয়ে আটক করে রাখে। কোনো কোনো সময় তারা ট্রাক প্রতি তিন থেকে পাঁচ হাজার টাকা দাবি করে। দাবি করা টাকা দিতে অস্বীকার করলে সারারাত তারা গাড়ি আটক করে রাখে।
এ বিষয়ে পিরোজপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মহাসিন হাওলাদার বলেন, আমি পিরোজপুরে আসার আগে বিভিন্নভাবে অফিস ম্যানেজ করে ট্রাক ড্রাইভাররা ট্রাক চালাত। এ কাজের সঙ্গে আমার অফিসের আউটসোর্সিং রনি নামে একজন জড়িত থাকার প্রমাণ পাই আমি। ট্রাক মালিক ও ড্রাইভাররা আমাকে একাধিকবার বসার জন্য প্রস্তাব দিয়েছে। সরকারি চালান জমা না দিয়ে অন্যভাবে ম্যানেজ করে তার ট্রাক পরিচালনা করবে। আমি এ প্রস্তাবে রাজি না হলে আজ তারা আমার বিরুদ্ধে মানববন্ধন করেছে।