ঢাকাবুধবার , ৪ ডিসেম্বর ২০২৪
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরের নাজিরপুরে ৪কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

আল-আমিন হোসাইন :
ডিসেম্বর ৪, ২০২৪ ১:৫৬ পূর্বাহ্ণ । ২২ জন
Link Copied!

আল-আমিন হোসাইন :

পিরোজপুরের নাজিরপুরে ডিবি পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ মো. ওমর ফারুক খান (২৭) নামের এক যুবকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (০২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মাটিভাঙ্গা সাকিনস্থ মাটিভাঙ্গা তদন্ত কেন্দ্রের মূল গেইটের সামনে মহাসড়কের উপর এ অভিযান পরিচালনা করা হয়। এসময় আসামীর কাছ থেকে ৪কেজি গাজা উদ্ধার করা হয়। যার মূল্য ২লক্ষ চব্বিশ হাজার টাকা।

গ্রেফতারকৃত মোঃ ওমর ফারুক খান (২৭) পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের মো. হাবিবুর রহমান খানের ছেলে।

অভিযান পরিচালনা করেন পিরোজপুরের ডিবিতে কর্মরত পুঃ পরিদর্শক (নিঃ) মোঃ তরিকুল ইসলাম, এসআই (নিরস্ত্র) মিজানুর রহমান ও সংঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায়।

পিরোজপুরের পুলিশ সুপার জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ সংক্রান্তে নাজিরপুর থানায় মামলা রুজু হয়েছে এবং গ্রেপ্তারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পিরোজপুর জেলাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

You cannot copy content of this page