ঢাকাসোমবার , ১১ নভেম্বর ২০২৪
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

কারারক্ষী কারারক্ষীর কাছে জিম্মী, জিম্মী করে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা

মাহবুব আলম :
নভেম্বর ১১, ২০২৪ ১:৩৯ অপরাহ্ণ । ৩৬০ জন
Link Copied!

মাহবুব আলম :
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পেলাইদ গ্রামের দারুনসুন্নাহ দাখিল মাদ্রাসার দক্ষিণেরটেক কামাল মিয়ার ছেলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে দুর্নীতির ।কারারক্ষীদের এক কারাগার হতে অন্য কারাগারে বদলি হবে এটা সাভাবিক বিষয় কিন্তুক বদলি কৃত করারক্ষীকে হয়রানি করাহচ্ছে এলপিসি পাঠানোর নামে। কারাগারে ক্যাশ অর্ডালী দ্বায়িত্বরত কারারক্ষী টাকা না পেলে অন্য কারাগারে এলপিসি প্রেরণ করেন না। একজন কারারক্ষীর এলপিসি না পাঠালে সে যেই কারাগারে বদলি যাবে সেখানে তার বেতন হবে না। ক্যাশ অর্ডালী কারারক্ষী তার দ্বায়িত্ব সঠিক ভাবে পালন না করে সে এটাকে অর্থনৈতিক ভাবে ব্যাবসায় পরিণত করেছে। অন্য কারারক্ষীদের থেকে রক্তচোষা জুকের মতো কারারক্ষীদের শ্রমের উপার্জিত ঘামের টাকা হাতিয়ে নিচ্ছেন। ০২ থেকে ০৩ মাসের বিতরে এলপিসি পাঠাতে পারেন না। কিন্তু দেখা যাচ্ছে যে ক্যাশ অর্ডালী কে ৫০০ / ১০০০ টাকা দিলে ১৫ দিনের বিতরেই এলপিসি পাঠিয়ে দেন বদলিকৃত কারাগারে। ক্যাশ অর্ডালী কারারক্ষীকে টাকা না দিলেই শুরু হয়ে যায় নাটক।
ঠিক তেমনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বদলি কৃত কারারক্ষীদের এলপিসি পাঠানোর নামে কারারক্ষীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন মোটা অংকের টাকা কারারক্ষী মো: মোকাম্মেল হোসেন। মো: মোকাম্মেল হোসেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে দীর্ঘ ০৯ বছর কর্মরত ছিলেন। ভিবিন্ন সিন্ডিকেট এর মাধ্যমে সে অনেক টাকা কামিয়ে নিয়েছে। মোকাম্মেল হোসেন ঢাকা কেন্দ্রীয় কারাগার থাকা অবস্থাতে সে কারারক্ষীদের এলপিসি এবং এজি আফিসে হিসাব-নিকাষের দ্বায়িত্ব পালন করেন। এই দ্বায়িত্ব পালনের নামে হাতিয়ে নেন লক্ষ লক্ষ টকা। কারারক্ষী মোকাম্মেল এর নিজ এলাকায় অবইদ্য দুর্নীতির রক্তচোষা টাকা দিয়ে তৈরি করছেন বহুতল ভবন। ৪০ লাক্ষ টাকা খরচ করে তার বাড়িতে একটি বহুতল ভবন তৈরি করছেন। তাহলে বুঝেন কি পরিমানের টাকা সে কারারক্ষীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন ?? বাংলাদেশ জেল ডিপার্টমেন্ট এর প্রত্যেকটি কারাগারের ক্যাশ অর্ডালী একই অবস্থা সে তার জায়গাতে সঠিক দ্বায়িত্ব পালন করেছেন না বরঞ্চ গড়ে তুলেছেন অবইদ্য দুর্নীতির কালো টাকার পাহাড়।
বর্তমান সময়ে বদলিকৃত সকল কারারক্ষীরা হয়রানির শিকার হচ্ছেন এরকম অনেক মোকাম্মেল হোসেনের কাছে। এলপিসি প্রেরণের পুরনো পদ্ধতি এবং নতুন পদ্ধতির মাধ্যমে এই সকল অর্থ তারা সিন্ডিকেট তৈরি করে হাতিয়ে নিচ্ছেন।
বাংলাদেশ জেল ডিপার্টমেন্ট এর সকলের প্রিয়, বর্তমান মাননীয় কারা মহাপরিদর্শক এর নিকট আবেদন এইসব অসৎ দুর্নীতিবাজ কর্মচারীদের বিরুদ্ধে দ্রুত সঠিক ব্যবস্থানিবেন।

You cannot copy content of this page