ঢাকাবুধবার , ৪ ডিসেম্বর ২০২৪
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

সবাইকে একদিন চলে যেতে হবে-শেখ আবু হোসেন বাবু

শেখ আবু হোসেন বাবু
ডিসেম্বর ৪, ২০২৪ ১:৫১ পূর্বাহ্ণ । ২৯ জন
Link Copied!

সবাইকে একদিন চলে যেতে হবে!

শেখ আবু হোসেন বাবু
সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক
খুলনা জেলা বিএনপি

 

আমি চলে যাবার পরও রুপসা অঞ্চলে থাকবে
নিত্যদিনের কাজকর্ম
ইজিবাইক, ভ্যানের টুংটাং শব্দ
পথচলিত মানুষের মিছিল।
রাজনীতির তুমুল তর্ক থাকবে চায়ের আড্ডায়
মাঝে মাঝেই ক্ষমতার নতুন নতুন
পালাবদল দেখতে পাবে দেশের মানুষ।
চলমান থাকবে অভ্যন্তরীন রাজনৈতিক দন্ধ
আর প্রাসাদ ষড়যন্ত্র থাকবে আগের মতো
থাকবে তরুণ প্রজন্মের পরিকল্পনাহীন ভালবাসাবাসি
অভিমানী প্রেমিকের বুকফাটা কান্না।
আমি চলে যাবার পরও থেমে থাকবে না
সূর্যোদয় সুর্যাস্ত জন্ম এবং সৎকার
যে প্রিয় বইয়ে বার বার ছোঁয়াতাম তৃষার্ত আঙুল
তেমনি আরও কারও পরশ ছুয়ে যাবে
প্রিয় বইয়ের পাতায়।
শুন্য থাকবে না আঠারোবেকির পাড়
যেখানে বসে স্থবির আমি
জেলেদের মাছ ধরা দেখতাম
আর দেখতাম খুলনা শহরের
রাতে জ্বলে থাকা তারার মতো বাতি।
মায়ের মতো করে আমাকে নিয়ে ভাববার মতো
সময় হয়তো আর কারুর থাকবে না
জায়নামাজে বসে কেউ আর আমার জন্য
মহান আল্লাহ পাক রব্বুল আলামীনের কাছে
তুলবে না দু’ হাত।
সহোদর ভাইয়েরা নিঃ সঙ্গ হতে হতে বুঝে যাবে
একাকিত্বই জীবনের মূল ভ্রাতা
ইচ্ছা অনিচ্ছায় মেনে নিতে কষ্ট হবে প্রিয়তমা স্ত্রীর
ঘুমের মধ্যে স্বপ্ন আর স্বপ্নজুড়ে আমার একমাত্র সন্তান
জেগে থাকবে বোবা কান্না নিয়ে
আমাকে নিয়ে সযতনে রাখা কষ্ট স্মৃতি
ফিকে হয়ে আসবে জীবনের নতুন উৎসবে।
একদিন সবকিছু পিছে ফেলে
সেও সুখী হবে আমার প্রিয় আত্মাজা।
রাজনৈতিক ভালোবাসার মানুষ গুলো
বছর ঘুরে কিছুদিন হয়তো একটি
স্মৃতিচারন অনুষ্ঠান করলেও করতে পারে।
চলে যাবার পথে দূর দীপবাসিনী চোখ দেখি
সেই চোখে আমি কোন কান্না দেখি না
নিয়তির নিয়ম অনুযায়ী আয়োজন দেখি
জানাজা আর দাফনের
আর হাজার মানুষের সব যাত্রার মিছিল।

You cannot copy content of this page