এসএম নুর :
খুলনায় দুর্বৃত্তরা গুলি ও ধারালো অস্ত্রাঘাতে চিংড়ি বণিক সমিতির সাবেক সভাপতি ও ৩০ নং ওয়ার্ড বিএনপি’র সদস্য আমিন মোল্লা ওরফে (বোয়িং মোল্লা) আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন রূপসা চিংড়ি বণিক সমিতির নেতৃবৃন্দ।
গত শুক্রবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১১ টায় নগরীর টুটপাড়া তালতলা হাসপাতালের সামনে খুলনা চিংড়ি বণিক সমিতির নেতা আমিন মোল্লা এর উপর দুর্বৃত্তরা হামলা চালিয়ে তাকে আহত করে।
বর্তমানে তিনি খুলনার একটি বেসরকারি হাসপাতালে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। খুলনা চিংড়ি বনিক সমিতির সাবেক সভাপতি উপর হামলার ঘটনায় রূপসা চিংড়ি বনিক সমিতির নেতৃবৃন্দরা এ ২ ডিসেম্বর বিবৃতি প্রদান করেন।
বিবৃতিদাতারা হলেন রূপসা চিংড়ি বণিক সমিতির সভাপতি ও উপজেলা যুবদলের সদস্য সচিব রুবেল মীর, সাধারণ সম্পাদক ও খুলনা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোল্লা রিয়াজুলসহ চিংড়ি বাণিক সমিতির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।