ঢাকাবুধবার , ৪ ডিসেম্বর ২০২৪
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরের সফিপুরে ককটেল ফাটিয়ে ১০ লক্ষ টাকা ছিনতাই

মোঃ সাহাজুদ্দিন সরকার :
ডিসেম্বর ৪, ২০২৪ ১:১২ পূর্বাহ্ণ । ১৯ জন
Link Copied!

মোঃ সাহাজুদ্দিন সরকার :

গাজীপুরের কালিয়াকৈরে বিকাশ ব্যবসায়ী সাইফুল ইসলামকে কুপিয়ে ও ককটেইল বিস্ফোরণ করে ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

ঘটনাটি ঘটেছে গতকাল মধ্য রাতে উপজেলার সফিপুর বাজার (আন্দরমানিক) রোড ডাচ বাংলা ব্যাংকের সামনে ।ব্যবসায়ী সাইফুল ইসলাম উপজেলার সফিপুর রঙ্গারটেক এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাইফুল দোকান বন্ধ করে টাকার ব্যাগ হাতে নিয়ে বাসার দিকে যাচ্ছিলেন। ওত পেতে থাকা ৫-৭ জনের একদল দুর্বৃত্তরা তাকে পেছন থেকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে আহত করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। ব্যবসায়ীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা ককটেল ফুটিয়ে আতঙ্ক সৃষ্টি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা ব্যবসায়ীকে গুরুতর আহত অবস্থায় কালিয়াকৈরের সফিপুর মডার্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মহিদুল ইসলাম বলেন, ‘দুর্বৃত্তরা ব্যবসায়ী সাইফুল ইসলামকে কুপিয়ে তার কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যবসায়ীর অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

You cannot copy content of this page