ঢাকামঙ্গলবার , ৩ ডিসেম্বর ২০২৪
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

শিশু বাচ্চা উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করলো থানা পুলিশ

রবিউল আলম রাজু :
ডিসেম্বর ৩, ২০২৪ ৮:৫২ অপরাহ্ণ । ৫৩ জন
Link Copied!

রবিউল আলম রাজু :

রাজধানী উত্তরা দক্ষিন খান থানা পুলিশ দুটি বাচ্চা উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।০৩/১২/২৪ ইং তারিখে কোটবাড়ি নদীর পাড়, মরঘাট-এলাকা থেকে দক্ষিন খান থানার চৌকস পুলিশ অফিসার-এস আই ফারুক, এ এস আই আতিক ও সঙ্গীও ফোর্সের অক্লান্ত পরিশ্রমে ও পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়া দুটি বাচ্চা উদ্ধার করতে সক্ষম হয়।এবং তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে বলে হারিয়ে যাওয়া বাচ্চাদের পরিবার জানায়।পুলিশ তাদের পুর্ন দায়িত্ব পালন করছে বলে এলাকা বাসী পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে।হারিয়ে যাওয়া বাচ্চাদের নাম-১। আদনান শেখ (৫+) পিতা- শিমুল শেখ।মাতা- আয়েশা বেগম। ২। রিয়াদ-(৩) পিতা- লিটন, মাতা- রাবেয়া আকতার। সর্ব সাং- মাষ্টার পাড়া মসজিদ রোড।তাদেরকে স্বাক্ষীগনের সামনে সহি স্বাক্ষর রাখিয়া পরিবারের কাছে হস্তান্তর করেছে। এলাকার সাধারণ মানুষ স্বস্তি ফিরিয়ে পেয়েছে। পুলিশ হইলো সাধারণ মানুষের আস্হার জায়গা।পুলিশকে সহযোগিতা করে সকল ধরনের অন্যায়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ জানাচ্ছে সুশীল সমাজের নেত্রী বৃন্দ।

You cannot copy content of this page