ঢাকাবুধবার , ২৯ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

স্বৈরাচারী খুনি হাসিনার দোসর এবং ছাত্র জনতার আন্দোলন দমনকারীদের বিচারের দাবীতে মানববন্ধন

রবিউল আলম রাজু :
জানুয়ারি ২৯, ২০২৫ ১২:৪৪ পূর্বাহ্ণ । ৩৪ জন
Link Copied!

রবিউল আলম রাজু :

বাংলাদেশ লাইভ এ্যান্ড চিল্ড ফুড এক্সপোর্টার্স এসোসিয়েশনের নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত সম্মানিত রপ্তানিকারকবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দদের আয়োজনে রাজধানী উত্তরা ১২নং সেক্টর সোনারগাঁ জনপথে হয়ে গেল বিশাল মানববন্ধন।

বিগত ফ্যাসিবাদী সরকারের দোসরদের সমন্বয়ে সংগঠিত, বাংলাদেশ লাইভ এ্যান্ড চিল্ড ফুড এক্সপোর্টার্স এসোসিয়েশনের (বিএলসিএফইএ) কথিত পর্ষদ সমূহের নানান দুর্নীতি, জালিয়াতি ও অনিয়মের কারণে সংগঠনটির রপ্তানিকারকরা শুধুমাত্র আর্থিক ভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি তাদের ভাবমূর্তি ও চরম ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের সার্টিফিকেট জালিয়াতির কারণে বিগত ১২/৭/২০২০ ইং তারিখে মৎস্য অধিদপ্তর বাদী হয়ে ফ্যাসিস্ট সরকারের সহযোগী অত্র এসোসিয়েশনের পরিচালক নামধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে তুরাগ থানায় ফোজদারী মামলা দায়ের করে। যার নম্বর হচ্ছে ৮(৭)২০ (কপি সংযুক্ত)। উক্ত ব্যক্তিগণ স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনকে দমাতে তৎকালীন পুলিশ প্রশাসনসহ ছাত্রলীগ, যুবলীগ, গুন্ডা ও মাস্তান বাহিনীকে নিয়মিত ভাবে আর্থিক সহযোগিতা করেছে। উত্তরা এলাকায় গড়ে উঠা গণআন্দোলনকে প্রতিহত করতে বিগত ফ্যাসিস্ট সরকারের মদদপুষ্ট হয়ে কাজ করার কারণে ৫ই আগস্টের পরে তারা সকলে আত্মগোপনে চলে যায় এবং গোপন স্থান হইতে বিগত ২২/০৮/২০২৪ ইং তারিখে মহাপরিচালক বাণিজ্য সংগঠন বাণিজ্য মন্ত্রণালয় বরাবর বাংলাদেশ লাইভ এ্যান্ড চিল্ড ফুড এক্সপোর্টার্স এসোসিয়েশনের (বিএলসিএফইএ) পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগপত্র প্রেরণ করেন। অত্যন্ত দুঃখের সংঙ্গে জানাচ্ছি যে, এই ব্যবসায়ী নামধারী সন্ত্রাসীরা ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরপরই সদলবলে আত্মগোপনে গেলেও প্রশাসনের এবং সুবিধাভোগী প্রভাবশালী গুটিকয়েক ব্যক্তির সহায়তায় আবারো স্বরূপে আবির্ভূত হওয়ার পাঁয়তারা করছে। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদের মাধ্যমে উল্লেখিত অসাধু সুবিধাভোগী ব্যক্তিবর্গকে সাবধান করছি, তাদের এহেন অপতৎপরতার কারণে যদি কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তার সম্পূর্ণ দায় তাদের উপরই বর্তাবে।

দুর্নীতিবাজ রপ্তানিকারকদের সার্টিফিকেট জালিয়াতির কারণে বাংলাদেশ লাইভ এন্ড চিল্ড ফুডের বড় বাজার চীন বাংলাদেশকে কালো তালিকাভুক্ত করে এবং বাংলাদেশ থেকে লাইভ এন্ড চিল্ড ফুড তথা কাঁকড়া ও কুঁচে মাছ আমদানী বিগত ২০/০৭/২০২০ ইং তারিখ থেকে সম্পূর্ণ রূপে নিষিদ্ধ করে যাহা দীর্ঘদিন যাবৎ বলবৎ ছিল। অত্যন্ত দুঃখের বিষয়, ফ্যাসিস্ট হাসিনার দোসর মৎস্য মন্ত্রণালয়ের ও অধিদপ্তরের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে উক্ত দুর্নীতিবাজ কথিত ব্যবসায়ীরাই নামে বেনামে একজন ব্যক্তি অনেকগুলো লাইসেন্স বানিয়ে ব্যবসা কুক্ষিগত করে চালিয়ে আসছেন এবং এই অবস্থাকে চলমান রাখার নিমিত্তে আমরা শুনেছি জামায়াতে ইসলামীর এক আইনজীবীর সাথে ফ্যাসিস্ট সরকারের সহযোগী উল্লেখিত অসাধু ব্যবসায়ীদের কোটি টাকার চুক্তি হয়েছে। আমরা আপনাদের সঠিক ও নির্ভুল প্রচারের সহযোগিতা চাই, যাতে করে নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পরিত্রাণ পায়।

ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে এই সকল সন্ত্রাসী ও দুর্নীতিবাজ রপ্তানিকারকরা বাংলাদেশ ব্যাংক প্রদত্ত নগদ সহায়তার অর্থ আত্মসাৎ করতেও দ্বিধা করেনি। এই সকল সন্ত্রাসী ও দুর্নীতিবাজ রপ্তানিকারকদের জালিয়াতির ফলে যে জটিলতর পরিস্থিতির সৃষ্টি হইয়াছে তাহা বাংলাদেশ ব্যাংকের পত্র নং এফইপিডি (রপ্তানি নীতি) ২৯১(২৪)/২০২৩-২২৩৫, তারিখ ২৭/০৪/২০২৩ পর্যালোচনা করলেই পরিষ্কার হইয়া যাইবে (কপি সংযুক্ত)। এসোসিয়েশনের অফিসের অর্থ নয়-ছয়, জালিয়াতি, অর্থ আত্মসাৎ এবং বিভিন্ন অনিয়মের ঘটনা উল্লেখ করে ইতিমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তর, রাজউক ও দুর্নীতি দমন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তাদের কালো টাকার কাছে আমরা অসহায়ত্ব বোধ করছি। আপনাদের সাহসী সাংবাদিকতা ও সঠিক রিপোর্টের সহযোগীতা প্রত্যাশা করছি, যাতে করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার নিশ্চিত হয়।
মানববন্ধনে বাংলাদেশ লাইভ এ্যান্ড চিল্ড ফুড এক্সপোর্টার্স এসোসিয়েশনের চেয়ারম্যান শিহাব উদ্দিন বলেন, আমরা একটি বৈষম্য বিরোধী সুন্দর গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা চাই। লুটেরাদের হাত থেকে উদ্ধার করে সকল রপ্তানীকারক মিলে মিশে সুন্দর ও সহনশীল ব্যবসায়িক পরিবেশ চাই। ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসরদের হাতে কুক্ষিগত হয়ে থাকা অবস্থা থেকে আমাদের উক্ত ব্যবসাকে মুক্ত করতে চাই।