আমিনুল হক রিপন :
চট্টগ্রাম হালিশহর খান বাড়ি রোডে আনন্দধারা হাউজিং সোসাইটির শাহিনের ৭তলা বিল্ডিং থেকে পাথর ছুড়ে নীচে মারলে, সেখানে অবস্থিত একজন বৃদ্ধার মাথায় পড়লে সে গুরুতর আহত হয় এবং ফুলকি দিয়ে রক্ত ছুটে। অবস্থা এতটাই খারাপ যে, যে কোন সময় তার মৃত্যু হতে পারে। তাকে মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তিনি মুমুর্ষ অবস্থায় আছে বলে জানা যায়। এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। বিল্ডিংয়ের মালিক শাহিনের সাথে মোবাইল ফোনে সংবাদের প্রতিবেদকের কথা হলে তিনি আমতা আমতা করে বলেন আমরা চিকিৎসার ব্যবস্থা করেছি। অনুসন্ধান করে জানা যায়, বৃদ্ধা মহিলা আহত হওয়ার পর বিল্ডিংয়ের মালিক পক্ষ কেউ এগিয়ে আসেনি। স্থানীয় মানুষের সাহায্যে তাকে হাসপাতালে নেওয়া হয়। আহত মহিলার নাম রত্না তার স্বামীর নাম আব্দুল্লাহ। ঘটনার তারিখ ২২/১১/২০২৪ ইং, রোজ শুক্রবার, সময় দুপুর আনুমানিক ১২.৩০।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, শাহিনের বিল্ডিং থেকে প্রায় সময় এটা সেটা ময়লার পুটলা রাস্তায় ফেলা হয়। এগুলো নিয়ে আশে পাশের স্থানীয় মানুষেরা অনেক অভিযোগ দিলেও তিনি কোনও ব্যবস্থা নেয়নি। যেহেতু বিল্ডিংটি নির্মাণাধীন ইমারত নয়, একটি কমপ্লিট ৭তলা বাড়ি, যেখানে সবাই বসবাস করে তাই বিষয়টি খতিয়ে দেখা একান্ত প্রয়োজন বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিমত রত্নাকে হত্যা করার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে তার মাথায় কেউ পাথর ফেলতে পারে।