ঢাকাশনিবার , ২৩ নভেম্বর ২০২৪
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

উত্তরা আব্দুল্লাহপুরে দারোয়ান নাসির ও মোতালেবের অভিনব কায়দায় চাঁদাবাজি

স্টাফ রিপোর্টার :
নভেম্বর ২৩, ২০২৪ ৮:২৮ অপরাহ্ণ । ১৬৫ জন
Link Copied!

স্টাফ রিপোর্টার :

রাজধানী উত্তরার আব্দুল্লাহপুর বেরিবাধ সংলগ্ন মাছের বাজার আড়তের বিপরীত পাশে ৯ নং সেক্টরের ১২ নম্বর রোডের মাথায় প্রতিদিন সকাল বেলা মাছের পিকআপ থেকে চাঁদাবাজির অভিযোগ উঠেছে দারোয়ান নাসির ও মোতালেবের বিরুদ্ধে। জানা যায় এদের মধ্যে একজন আওয়ামী লীগের পলাতক নেতা কাদের খানের বাড়ির দারোয়ান। তারা অনেক দিন যাবৎ ১২ নাম্বার রোডের মাথায় বাঁশ দিয়ে রাস্তায় প্রতিবন্ধকতার সৃষ্টি করে এখান থেকে পাছ হওয়া পিকআপ থামিয়ে পিকআপ প্রতি ৩০০-৫০০ টাকা নিয়ে থাকে। মাছের বাজারকে কেন্দ্র করে এই রাস্তা দিয়ে প্রতিদিন সকাল বেলা প্রায় ৪০-৫০টি পিকআপ যাতায়াত করে। চাঁদাবাজ মোতালেবের পিকআপ থেকে চাঁদা নেওয়ার দৃশ্য ধরা পড়ে প্রাণের বাংলাদেশের ক্যামেরায় এ বিষয় নিয়ে চাঁদাবাজ নাসির ও মোতালেবের সাথে যোগাযোগ করার চেষ্টা করে জানতে চাওয়া হবে, তারা কিসের টাকা তুলে, কিন্তু সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে, তারা কোন কথা না বলে দ্রুত স্থান ত্যাগ করে। এসব চাঁদাবাজির টাকা তারা নিজেরা ভোগ করার পাশা-পাশি পলাতক আওয়ামী লীগের চাঁদাবাজদের হোতাদের নিকট পৌঁছে দেয় বলে জানা যায়। সকাল বেলা তাদের এই চাঁদাবাজি কর্মকান্ডের জন্য রাস্তায় জটলার সৃষ্টি হলে এখানে চলাচলকৃত বিভিন্ন মানুষের ভোগান্তি হয়। স্থানীয় লোকদের সাথে আলাপ করলে জানা যায়, এসব লোকেরা ৫ আগস্ট ছাত্র জনতার হত্যাকারী আওয়ামী লীগের অনেক নেতা কর্মীদের আশ্রয় প্রশ্রয় দিয়েছে।

You cannot copy content of this page