ঢাকাসোমবার , ২৫ নভেম্বর ২০২৪
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ডাক বাংলা লেখক পুরস্কার ২০২৪ (৪র্থ ধাপ) পাচ্ছেব যাঁরা

জি. এস জয় :
নভেম্বর ২৫, ২০২৪ ১১:৩৬ পূর্বাহ্ণ । ৩০ জন
Link Copied!

জি. এস জয় :

ডাক বাংলা সাহিত্য একাডেমি কর্তৃক আয়োজিত ‘ডাক বাংলা লেখক পুরস্কার ২০২৪ (৪র্থ ধাপ)’ প্রদানের জন্য গীতিকবিতা, আবৃত্তি, কবিতা, উপন্যাস, কথাসাহিত্য, প্রবন্ধ, ছড়া ও শিশুসাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ১০ জন পাচ্ছেন ‘ডাক বাংলা লেখক পুরস্কার ২০২৪ (৪র্থ ধাপ)’। গত ২৩ নভেম্বর ২০২৪ খ্রি. রোজ শনিবার বিকাল ০৪:০০ ঘটিকায় একাডেমির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ‘ডাক বাংলা লেখক পুরস্কার ২০২৪ (৪র্থ ধাপ)’ কমিটি মনোনীত জুরি বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরস্কার প্রদানের স্থান, তারিখ ও সময় পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

যারা ‘ডাক বাংলা লেখক পুরস্কার ২০২৪ (৪র্থ ধাপ)’ এর জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন, তারা হলেন যথাক্রমে:

১. কৃষিবিদ মাহবুব কবির তুষার (গীতিকবিতা)
২. ফাতেমা সুলতানা সুমি (আবৃত্তি)
৩. মোঃ আশরাফুল ইসলাম রানা (কবিতা)
৪. আমজাদ শ্রাবণ (আবৃত্তি),
৫. জান্নাতুন নূর সাহলা (কবিতা)
৬. তামান্না মুসা আভা (উপন্যাস)
৭. মোঃ শোয়েব সিফাত শিমুল (কথাসাহিত্য)
৮. শাহজালাল সুজন (প্রবন্ধ)
৯. মোঃ আহসানুল ফেরদৌস (ছড়া)
১০. শিশির রাজন (শিশুসাহিত্য)

এই প্রসঙ্গে ‘ডাক বাংলা লেখক পুরস্কার ২০২৪ (৪র্থ ধাপ)’ কমিটির আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন বলেন, ‘দীর্ঘ ছয় মাস ধরে জুরি বোর্ডের সদস্যরা চুলচেরা বিচার বিশ্লেষণ ও যাচাই-বাছাই করে ৮ টি শাখায় এই ১০ জনকে পুরস্কারের জন্য চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন। এই মনোনয়ন প্রক্রিয়ায় কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়েছে। আমাদের বিশ্বাস, আমরা পুরস্কারের জন্য উপযুক্ত ব্যক্তিদেরই নির্বাচন করতে সক্ষম হয়েছি।’

উল্লেখ্য যে, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে বেগবান করার লক্ষ্যে ২০২০ সালে প্রতিষ্ঠা করা হয় ডাক বাংলা সাহিত্য একাডেমি। এই একাডেমিতে বিশুদ্ধ সাহিত্যচর্চার পাশাপাশি নতুন লেখকের পরিচর্যা, নবীন-প্রবীণের মেলবন্ধনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। সাহিত্যের বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতি স্বরূপ ২০২৪ সালে প্রবর্তন করা হয় ‘ডাক বাংলা লেখক পুরস্কার (৪র্থ ধাপ)’।

You cannot copy content of this page