আল-আমিন হোসাইন-পিরোজপুর :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা তোমাদের হাতে ঐক্যবদ্ধ জাতি তুলে দিতে চাই। যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান একসঙ্গে বসবাস করবে।
সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ এগিয়ে যাবে। একজন নাগরিক হিসেবে সবাই সমান অধিকার ভোগ করবে।
সব মানুষকে সম্মান ও ভালোবাসতে হবে। আমরা সম্প্রীতি, দুর্নীতি-সন্ত্রাস ও শোষণমুক্ত বাংলাদেশ চাই।
সোমবার (০২ ডিসেম্বর) দুপুরে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ছারছিনা দরবার শরীফে আগমন উপলক্ষে উপজেলার জগন্নাথকাঠি বন্দরে এক সংক্ষিপ্ত পথসভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ হাজার হাজার মানুষকে জুলুম নির্যাতন করে মারা হয়েছে।
অনেক মানুষকে জোরপূর্বক চাকরিচ্যুত করা হয়েছে। দেশের ১৮ কোটি মানুষের চোখের জলে মহান আল্লাহ সাড়া দিয়ে আমাদের মুক্ত করেছেন। আজ আমরা মুক্ত বাতাসের স্বাদ নিতে পারছি। আমরা স্বাধীন।
এ সময় তিনি আরও বলেন, জাতি, ধর্ম, বর্ণ নির্যাতিত মানুষের রক্তে ২৪ বিপ্লব হয়েছে। তাই এ কৃতিত্ব আমাদের কারো একার নয়। এটা মহান আল্লাহর রহমত। নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত মানুষের ডাকে সাড়া দিয়ে আল্লাহ আমাদের জুলুমের হাত থেকে রক্ষা করেছেন। ২৪ বিপ্লবে সবার অংশগ্রহণে আমরা পরাধীনতার শৃঙ্খল ভেঙে মুক্ত হয়েছি। এ বিপ্লবে হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছেন। কেউ চিরতরে পঙ্গু হয়েছেন। কেউ হারিয়েছেন অঙ্গ। তাই এ দেশ হবে, মুসলিম, হিন্দু-বৌদ্ধ, খ্রিস্টান সবার। এদেশে আমরা আর কোনো রক্তপাত দেখতে চাই না। যে লক্ষ্য নিয়ে দেশটা মুক্ত হয়েছে, সেই লক্ষ্যে দেশটা হবে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত একটা দেশ। তাই আসুন, আমরা সবাই মিলে একটা সুন্দর দেশ গড়ি।
এরপরে দুপুরে তিনি নেছারাবাদ উপজেলার ঐতহাসিক ছারছীনা দরবারে গিয়ে মাজার জিয়ারত করেন এবং যোহরের নামাজ আদায় শেষে ছারছীনা শরীরের পীর আলহাজ্ব হযরত মাওলানা মুফতী শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন এর সাথে কুশল বিনিময় করেন।
এ সময় তার সফর সংগী হিসেবে ছিলেন বরিশাল মহানগর জামায়াত ইসলামী আমীর, অধ্যক্ষ মাওলানা মো. জহির উদ্দিন মোহাম্মদ বাবর, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী সদস্য, মো: মোবারক হোসেন, পিরোজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ, আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব শামীম সাঈদী ও ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মাসুদ সাঈদী, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম, নেছারাবাদ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল কালাম আজাদ প্রমুখ।