গোলাম রব্বানী :
ছাত্র জনতার আন্দোলনে ইয়াছিন শেখ (১৭) নামে রূপসার রহিমনগর এলাকায় দরিদ্র এক কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ছাত্র জনতার আন্দোলনের মুখে পড়ে ২১ জুলাই ঢাকার যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ হয়ে মুগদা হাসপাতালে ভর্তি হয় এবং ২৫ শে জুলাই গুলিবিদ্ধ অবস্থায় সে মারা যান।
পিতাহারা ইয়াসিন মাতার সাথে ঢাকায় একটি দোকানে হোম ডেলিভারির কাজ করতেন। স্থানীয় এলাকাবাসী চাঁদা তুলে ২৬ জুলাই তাকে গ্রামের বাড়ি রহিমনগরে এনে দাফন করেন। হতদরিদ্র এই ইয়াছিন তার পরিবারের একমাত্র উপার্জন ব্যক্তি ছিলেন। থাকার মতো তাদের একটু জায়গা নাই।
গত বৃহস্পতিবার উপজেলা প্রশাসন আন্দোলনে আহত ও শহীদদের স্মরণ সভার আয়োজন করেন। অনুষ্ঠানে রূপসা রিপোর্টাস ক্লাবের সভাপতি সাংবাদিক আঃরাজ্জাক শেখ বক্তব্যে বলেন ইয়াছিন শহীদ হবার সংবাদ শুনে আমি কয়েকবার সে বাড়িতে গিয়েছি এবং দেখেছি কত কষ্টে তারা থাকে। শহীদ ইয়াসিনের মাতাকে একটু মাথা গুজার ঠাই ও সরকার থেকে আর্থিক সহযোগিতা পাওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আবেদন জানান।
নিহত ইয়াসিন এর পরিবার দীর্ঘদিন ধরে ভাড়া হিসেবে থাকছেন। তাদের উপর যেন উপজেলা প্রশাসন সূনজর দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু তিনি বক্তব্য অনেক খেয়াল করে শুনেন এবং আশ্বস্ত করেছিলেন যে ইয়াসিনের মাতা কে থাকার মত একটি ঘর তিনি করে দিবেন। সেই লক্ষে রবিবার বিকালে রহিমনগরের ভাড়া বাড়িতে তিনি যান ।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি অপ্রতীম কুমার চক্রবর্তী সহ এলাকার সুধীজন।