ঢাকাবুধবার , ২৭ নভেম্বর ২০২৪
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

কাপাসিয়ায় ব্যাবসায়ী মাহমুদুল হাসান পারভেজকে হত্যার উদ্দেশ্যে হামলা থানায় অভিযোগ

মাহবুব আলম :
নভেম্বর ২৭, ২০২৪ ১০:১১ অপরাহ্ণ । ২৯ জন
Link Copied!

মাহবুব আলম :

কাপাসিয়ায় পূব শত্রুতার জের ধরে ব্যাবসায়ী ও তার পরিবারকে জিম্মি করে মাছের প্রজেক্ট সহ অন্যান্য কিছু হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে একটি চক্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগির স্ত্রী বাদী সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করেছে। প্রাণের বাংলাদেশের একান্ত সাক্ষাতকারে অভিযোগের বাদী জানান, আমি ফারজানা আক্তার (৩৩), পিতা ফয়জদ্দিন, স্বামী- মাহমুদুল হাসান পারভেজ, সাং-ঝাউয়াদী, ইউপি-সিংহশ্রী, থানা কাপাসিয়া, জেলা-গাজীপুর থানায় হাজির হয়ে আসামী ১। মোঃ সাইফুল ইসলাম (৪৫), ২। মোঃ মজিবুর রহমান লতিফ (৫০), উভয় পিতা-মোঃ নাসির আলী, ৩। মোঃ রাজু (২৫), পিতা-মোঃ মজিবুর রহমান লতিফ, সর্ব সাং-ঝাউয়াদী, ইউপি-সিংহশ্রী, থানা কাপাসিয়া, জেলা-গাজীপুর-গন সহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামীর বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করিতছি যে, উক্ত আসামীগন আমাদের প্রতিবেশী। বিগত ০১ বছর পূর্বে আমার স্বামী মাহমুদুল হাসান পারভেজ (৪১) এবং ১নং বিবাদী মোঃ সাইফুল ইসলাম-দ্বয় কাপাসিয়া থানাধীন ঝাউয়াদী সাকিনস্থ চাড়ড়াইল বিলে বিভিন্ন লোকজনের নিকট হইতে জমি লিজ নিয়া মাছের প্রজেক্ট করিয়া ব্যবসা পরিচালনা করিয়া আসিতেছিল। ব্যবসার হিসাবপত্র নিয়া বেশকিছুদিন যাবৎ আসামী মোঃ সাইফুল ইসলাম এর সাথে আমার স্বামীর মনোমালিন্যতা চলিয়া আসিতেছিল। গত ২২/১১/২০২৪ ইং তারিখ রাত্র অনুমান ০৯.৩০ ঘটিকার সময় ১ ও ২নং আসামীদ্বয় পূর্ব পরিকল্পিত ভাবে আমাদের বাড়ীতে আসিয়া আমার স্বামীকে মাছের প্রজেক্টের হিসাবপত্র করার কথা বলে ডেকে কাপাসিয়া থানাধীন ঝাউয়াদী সাকিনস্থ চাড়ড়াইল বিলের মাঝখানে পাহারা দেওয়া ঘরে নিয়ে যায়। সেখানে পূর্ব থেকে ৩নং আসামী রাজু সহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামী দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে। উপস্থিত ছিল। একই তারিখ রাত্র অনুমান ১০:০০ ঘটিকার সময় বর্ণিত ঘরের মধ্যে আমার স্বামী আসামীদের সাথে মাছের প্রজেক্টের হিসাপত্র করা কালীন আসামীগন আমার স্বামীকে মাছের প্রজেক্টের ব্যবসা ছেড়ে দিতে বলে। আমার স্বামী ন্যায় সঙ্গত কথাবার্তা বলিলে আসামীগন আমার স্বামীকে অকথ্য ভাষায় গালিগালাজ করতঃ অন্যায় ভাবে বর্ণিত ঘরের মধ্যে আটক করিয়া হত্যার হুমকি দিয়া এলোপাথাড়ি ভাবে কিল ঘুসি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে। একপর্যায় ১নং আসামী মোঃ সাইফুল ইসলাম তার হাতে থাকা ধারালো দা দিয়া আমার স্বামীকে হত্যার উদ্দেশ্যে মাথার ডান পাশে উপরিভাগে কোপ মারিয়া গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। ২নং আসামী মোঃ মজিবুর রহমান তার হাতে থাকা লাঠি দিয়া আমার স্বামীকে হত্যা উদ্দেশ্যে মাথার পিছনে বারি মারিয়া গুরুতর ফোলা জখম করে। ৩নং আসামী রাজু মিয়া তার হাতে থাকা লাঠি দিয়া আমার স্বামীকে এলোপাথাড়ি ভাবে পিটাইয়া তার দুই পায়ে, পিঠে সহ শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে। আমার স্বামীর ডাক চিৎকার শুনিয়া আমি সহ আমার চাচাতো ভাশুর মোঃ আসাদুল্লাহ (৪৫), ভাতিজা মেহেদী হাসান (২৫), আমাদের বাড়ীতে বেড়াতে আসা আমার ভাবি মোসাঃ শাহিদা বেগম (৩৫) সহ আরও কতক লোকজন আসিয়া আমার স্বামীকে উক্ত আসামীদের হেফাজত হইতে উদ্ধার করি। তখন আসামীগন এই বলিয়া হুমকি দেয় যে, পরবর্তী সময় আমার স্বামী মাছের প্রজেক্টর মালিকানা দাবী করিলে তাকে হত্যা করিয়া বিলের মধ্যে ভাসিয়ে দিবে মর্মে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করিয়া চলিয়া যায়। আমি উপস্থিত লোকজনের সহায়তায় আমার স্বামীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শ্রীপুর, গাজীপুর নিয়া ভর্তি করিয়া চিকিৎসার ব্যবস্থা করি। আমার স্বামী বর্তমানে বর্ণিত হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমি ঘটনা বিস্তারিত জেনে শুনে আমার আত্মীয় স্বজনদের সাথে আলোচনা করিয়া থানায় আসিয়া অভিযোগ দায়ের করেছি। এ বিষয়ে থানার সাথে আলোচনা করলে তারা জানান আমরা একটি অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক ব্যাবস্থা নিবো।

You cannot copy content of this page