ঢাকামঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ডিবি’র অভিযানে শীর্ষ সন্ত্রাসী আশিকের সহযোগী শুটার ইব্রাহিম গ্রেপ্তার 

মো: তৌহিদ উদ্দিন শেখ খুলনা :
নভেম্বর ১৯, ২০২৪ ৪:৪৮ অপরাহ্ণ । ৩৫ জন
Link Copied!

মো: তৌহিদ উদ্দিন শেখ খুলনা :

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির অভিযানে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আশিক গ্রুপের প্রধান আশিকের সহযোগি ইব্রাহিম সিকদারকে গ্রেফতার করা হয়েছে। খুলনা মহানগর ডিবি পুলিশের পুলিশ পরিদর্শক(ওসি) তৈমুর ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৮ নভেম্বর রাতে অভিযান চালিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করে। মোঃ ইব্রাহিম শিকদার (৩৪) নতুন বাজার এপ্রোচ রোড এলাকার আফজাল শিকদারের ছেলে।

তার বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানার হত্যা মামলা নং-০৭, তারিখ-০৩/১১/২০২৪ রয়েছে। এছাড়াও পুলিশের তালিকায় তার বিরুদ্ধে লবনচরা থানার এফআইআর নং-৬, তারিখ- ১০ মার্চ, ২০২৩; জি আর নং-৩০, তারিখ- ১০ মার্চ, ২০২৩; ধারা- ১৪৩/৩৪১/৩৮৫/৩৮৬/৩৪২/৩০৭/৩২৩/৩২৪/৩২৬/৩৭৯/৫০৬(২) পেনাল কোড, ১৮৬০; ২। কেএমপি এর খুলনা সদর থানার এফআইআর নং-২১, তারিখ- ২২ সেপ্টেম্বর, ২০২২ ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ৩। কেএমপি এর খুলনা সদর থানার এফআইআর নং-২/১৮৩, তারিখ- ০২ মে, ২০১৮; ধারা- ১৯(১) এর ৯(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন; (দুই বছর চার মাস সশ্রম কারাদন্ড দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হল। বিজ্ঞ সিএম এম আদালত, খুলনা। তাং-২০/০৬/২০১৯খ্রিঃ) এবং ৪। কেএমপি এর খুলনা সদর থানার এফআইআর নং-১৬ তারিখ- ১৮ জুলাই ২০১৬ জি আর নং-২০৯ তারিখ- ১৮ জুলাই ২০১৬ ধারা- ১৯(১) এর ৯(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন রহিয়াছে। যাহা যাচাই-বাছাই চলিতেছে। উক্ত ইব্রাহিম শিকদার (৩৪) খুলনার শীর্ষ সন্ত্রাসী আশিক এর সহযোগী ও শুটার এবং মাদক ব্যবসা দেখাশুনার দায়িত্বে নিয়োজিত ছিলেন । গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে কেএমপি সূত্র জানিয়েছেন।

You cannot copy content of this page