ঢাকামঙ্গলবার , ৫ ডিসেম্বর ২০২৩
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

কালিয়াকৈরে গত ৩৬ ঘন্টায় তিন বাস ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

news
ডিসেম্বর ৫, ২০২৩ ১২:৪৬ অপরাহ্ণ । ৪৭৬ জন
Link Copied!

  1. তুষার আহম্মেদ

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈরে গত সোমবার ভোরে একটি খড় ভর্তি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

জয়দেবপুর-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় ট্রাকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ নিয়ে গত ৩৬ ঘন্টার ব্যবধানে কালিয়াকৈরে দুটি ট্রাক ও একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটলো।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোরে উপজেলার চন্দ্রা এলাকায় ট্রাকটিতে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। আশপাশের লোকজনের চিৎকারে ট্রাকে থাকা চালক ও তার সহযোগি দ্রুত গাড়ি থেকে নেমে প্রাণে রক্ষা পান। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ট্রাক চালক নূর মোহাম্মদ জানান ভোরে কালিয়াকৈর চন্দ্রা এলাকায় পৌছালে হঠাৎ করে আশাপাশের লোকজনের চিৎকারে গাড়ির পিছনে তাকাতেই আগুন চোখে পড়ে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান ট্রাকে আগুন দেওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। পরে কালিয়াকৈর ফায়ারসার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

You cannot copy content of this page