ঢাকাশনিবার , ১৬ নভেম্বর ২০২৪
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুর বিএনপি র‌্যালী ও আলোচনা সভা

মমতা আক্তার :
নভেম্বর ১৬, ২০২৪ ২:৫৮ অপরাহ্ণ । ৪১ জন
Link Copied!

মমতা আক্তার :

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে গাজীপুরে বিএনপি র‌্যালী ও আলোচনা সভা করেছে।

গত ১৫/১১/২৪ইং রোজ শুক্রবার বিকাল ৩টায় গাজীপুর শহরের রাজবাড়ি রোডে র‌্যালী শেষে রাজবাড়ি মাঠে সমাবেশ হয়।

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকোরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা: এ জেড এম জাহিদ হোসেন। বিশেষ অতিথি সাবেক এমপি হাসান উদ্দিন সরকার, বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা: মাজহারুল আলম, গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম রনি, বিএনপি নেতা এডভোকেট আব্দুস সালাম, টঙ্গী পূর্ব থানা বিএনিপর সভাপতি জাবেদ আহমেদ সুমন সরকার,,টঙ্গী থানা বিএনপি সাধারণ সম্পাদক, জিয়া সাইবার ফোর্স এর উপদেষ্টা গাজী সালাহউদ্দিন,জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলফাজ দেওয়ান,পাপ্পু সরকার, গাজীপুর মহানগর জিয়া পরিষদের যুগ্ম সম্পাদক মাফিকুর রহমান সেলিম, গাজীপুর মহানগর ছাত্র দলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরণ,টঙ্গী থানা বিএনপি  গাজী সালাহউদ্দিন সহ  বিএনপি  নেতৃবৃন্দসহ  ইঞ্জিনিয়ার আজহারুল ইসলাম, ইঞ্জিনিয়ার নুরুল হক, মো: আলম মাস্টার ও শরিফুল ইসলাম টঙ্গী যুবদলের নেতা আমিনুল ইসলাম বাপ্পী প্রমূখ।

অনুষ্ঠানে গাজীপুর মহানগর বিএনপি, অংগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা প্রতিটি ওয়ার্ড ও থানা থেকে যোগদান করেন। অনুষ্ঠানে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়।

You cannot copy content of this page