ঢাকারবিবার , ২৪ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ডিমলায় ১ লক্ষ ৮৪ হাজার জন পাচ্ছেন কার্ড

মোহাম্মদ আলী সানু :
নভেম্বর ২৪, ২০২৪ ২:১২ পূর্বাহ্ণ । ১৯ জন
Link Copied!

মোহাম্মদ আলী সানু :

ভোট আপনার আমার নাগরিক অধিকার। সেই অধিকার প্রয়োগের যথাযথ মাধ্যমে নিবন্ধিত কার্ড।তার তা যদি হয় স্মার্ট কার্ড তাহলে তো কোন কথা নাই।

সেই দীর্ঘ দিনের প্রত্যাশিত স্মার্ট কার্ড নীলফামারী ডিমলা উপজেলার ১লক্ষ ৮৪ হাজার জন ভোটারদের জন্য পৌঁছে গেছে।ডিমলা উপজেলা নির্বাচন কমিশনার শুভ কুমার সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, ১৬ নভেম্বর কার্ড বিতরণ শুরু করা হয়েছে ১০ ইউনিয়নের মধ্যে ৬ ইউনিয়ন শেষে ২৩ নভেম্বর ৭ নং খালিশা চাপানি ইউনিয়ন এর ডালিয়া নতুন বাজার আল মদিনা মডেল মাদ্রাসা মাঠে ৭ম ইউনিয়নের বিতরণ চলছে। যারা কার্ড নিতে পারেনি তাদের জন্য ৫,৬ ও ৭ তারিখ ডিমলা আর,বি,আর স্কুলে আসলে পাবেন।এর পরও যারা বাদ পরবেন, তারা উপজেলা নির্বাচন অফিস বরাবর যোগাযোগ করবেন। তিনি আরও বলেন,যেভাবে পাবেন স্মার্ট কার্ড নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে আইরিশ (চোখের ছাপ) ও আঙ্গুলের ছাপ দিয়ে স্মার্ট কার্ড তুলতে পারবেন ভোটাররা। সঙ্গে কাগজে লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র নিতে হবে।

যেসব ব্যক্তি লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র পাননি, কিন্তু নিবন্ধন স্লিপ আছে, তাদের মূল নিবন্ধন স্লিপসহ নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হয়ে স্মার্ট কার্ড সংগ্রহ করতে হবে।

অন্যদিকে যাদের নিবন্ধন স্লিপ হারিয়ে গেছে, তারা পরিচয় নিশ্চিতের পাশাপাশি রেজিস্টারে নাম, পরিচয়পত্র নম্বর ও স্বাক্ষর দিয়ে স্মার্ট কার্ড সংগ্রহ করবেন। স্মার্ট কার্ড হাতে পাওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডিমলা উপজেলার নায়েবে আমীর, ডালিয়া আল মদিনা মডেল মাদ্রাসার পরিচালক, প্রভাষক কাজি হাবিবুর রহমান বলেন, আমি ধন্যবাদ জানাচ্ছি,বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সকল ুউপদেষ্টাদের এবং নির্বাচন কমিশন সহ ডিমলা উপজেলার নির্বাচন কমিশন কে যারা এত সুন্দর আনন্দ ঘনমূখর পরিবেশে আমাদের হাতে একটি স্মার্ট কার্ড তুলে দিলেন। আশা করি সকল ভোটার তালিকা হালনাগাদ করে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিবেন।

You cannot copy content of this page