ঢাকাসোমবার , ২৫ মার্চ ২০২৪
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

কালিয়াকৈরে ফুটপাত দখল করে গড়ে উঠা ভাঙ্গারির দোকান উচ্ছেদ

news
মার্চ ২৫, ২০২৪ ১০:০৫ অপরাহ্ণ । ১৭৮ জন
Link Copied!

কালিয়াকৈরে ফুটপাত দখল করে গড়ে উঠা ভাঙ্গারির দোকান উচ্ছেদ

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা টপস্টার এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফুটপাথ ও সার্ভিস রোড দখল করে গড়ে ওঠা ভাঙ্গারির দোকান উচ্ছেদ করা হয়েছে। সোমবার (২৫ মার্চ) দুপুরে নাওজোর হাইওয়ে থানার ওসি শাহাদাত হোসেনের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৫ টি দোকান উচ্ছেদ করা হয়।পুলিশের এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন পথচারীসহ স্থানীয়রা। তারা স্বাচ্ছন্দ্যে হাঁটতে পাড়ায় স্বস্তি প্রকাশ করেছেন।

আসিয়া বেগম নামের এক পথচারী বলেন, ‘ফুটপাথ ও সার্ভিস রোড লোহালক্কড় দিয়ে দখল করে রাখায় হাঁটতে পারতাম না। এখন উচ্ছেদ অভিযানের ফলে ফুটপাত ও রাস্তা পরিস্কার হয়েছে। হাঁটতে সমস্যা হচ্ছে না।’ বোরহানউদ্দিন নামের আরেকজন বলেন, ‘ফুটপাথ দখল করলে হাঁটাচলা করা যায় না। উচ্ছেদের ফলে এখন রাস্তা পরিস্কার হয়েছে। আমরা সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারছি।’

তবে উচ্ছেদের পর কতদিন এমন থাকবে তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন কেউ কেউ। কদ্দুস মিয়া নামের এক পথচারী মনে ক্ষোভ নিয়ে বলেন, ‘ভাঙ্গারি ব্যবসায়ীরা লোহালক্কড় ও গাড়ি রেখে ফুটপাথসহ সার্ভিস রোড দখল করে রাখে। উচ্ছেদ অভিযান হয়েছে, ফলে কিছু সময়ের জন্য হলেও মানুষ সুবিধা পাবে।’ তবে প্রশাসন চলে গেলে আবারও দখল হয়ে যাবে বলে তার আশঙ্কা। নাওজোর হাইওয়ে থানার ওসি শাহাদাত হোসেন বলেন, ‘পথচারীদের চলাচলে অসুবিধা সৃষ্টি করে ফুটপাথ দখল নিয়ে ব্যবসা করছিলো কয়েকজন। তাদের উচ্ছেদ করা হয়েছে। জনস্বার্থে নাওজোর হাইওয়ে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।’

You cannot copy content of this page