টানা মন্দার মধ্যে থাকা পুঁজিবাজারে রাজনৈতিক অস্থিরতার সময় বিনিয়োগ বাড়তে দেখা যাচ্ছে। ৪৮ ঘণ্টা অবরোধের টানা দুই দিন লেনদেন বাড়ল। সব মিলিয়ে বাড়ল টানা তিন কর্মদিবস।
রাজনীতিতে অস্থিরতার আভাস দেখা দিলেই যেখানে পুঁজিবাজারে লেনদেন কমে যায়, সেখানে এই প্রবণতাকে ইতিবাচকভাবেই দেখছেন বাজার সংশ্লিষ্টরা।
৭২ ঘণ্টার অবরোধ শেষে দুই দিনের সাপ্তাহিক ছুটির পর রোববার ফের অবরোধের প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর সূচক বাড়ে ৭ পয়েন্ট, লেনদেন বাড়ে ৬ শতাংশের বেশি।