ঢাকাবৃহস্পতিবার , ৭ ডিসেম্বর ২০২৩
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন শিকদারের বাসভবনে বিস্ফোরণ। 

news
ডিসেম্বর ৭, ২০২৩ ১০:১৯ অপরাহ্ণ । ৩২৩ জন
Link Copied!

কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন শিকদারের বাসভবনে বিস্ফোরণ।

 

তুষার আহম্মেদ

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সদস্য মো. কামাল উদ্দিন শিকদারের বাসভবনে বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। বিষয়টি মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সাইফুল আলম নিশ্চিত করেছেন।উপজেলার সফিপুর এলাকায় বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) আনুমানিক ভোর সাড়ে ৫টার দিকে চেয়ারম্যানের বাসভবনের তিন তলায় এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ধোঁয়াচ্ছন্ন পড়ে ওই তিন তলা ভবনের ভেতরের অংশ।ভবনের নিরাপত্তাকর্মী আমিনুল ইসলাম জানান, ভোরে একটি মাইক্রোবাস নিয়ে এসে কে বা কারা ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে পর পর কয়েকটি ককটেল নিক্ষেপ করে। এ সময় বিকট শব্দ হয় এবং ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। ভেঙে যায় ভবনের গ্লাস।কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল উদ্দিন সিকদার বলেন, ভোরে দুর্বৃত্তরা ভবনের তিন তলায় ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটায়। এতে ভবনের কয়েকটি গ্লাস ভেঙে যায়। এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

You cannot copy content of this page