অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ডিআইজি পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি/পদায়ন করা হয়েছে। তারা হলেন– রাজশাহীর সারদা পুলিশ একাডেমির উপ-পুলিশ মহাপরিদর্শক মো. আবদুল্লাহেল বাকীকে ঢাকা সিআইডির উপ-পুলিশ মহাপরিদর্শক, চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক খন্দকার গোলাম ফারুককে রাজশাহীর সারদা পুলিশ একাডেমির উপ-পুলিশ মহাপরিদর্শক, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক জামিল আহমেদকে ঢাকা সিআইডির উপ-পুলিশ মহাপরিদর্শক এবং চট্টগ্রাম মেট্রোপলিটন (সিএমপি) পুলিশ কমিশনার মো. মাহবুবুর রহমানকে ঢাকা শিল্পাঞ্চল পুলিশ ইউনিটের উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।
এছাড়া গাজীপুরের পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেনকে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক, সিআইডির উপ-পুলিশ মহাপরিদর্শক ইমতিয়াজ আহমেদকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক এবং ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীরকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।
সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ–১ অধিশাখার এক প্রজ্ঞাপনে এ বদলি/পদায়ন করা হয়।