ঢাকাবুধবার , ২০ নভেম্বর ২০২৪
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেফতার বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান বাবুল সরদার চাখারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত

রফিকুল ইসলাম খান :
নভেম্বর ২০, ২০২৪ ৯:৩২ অপরাহ্ণ । ২৩ জন
Link Copied!

রফিকুল ইসলাম খান :

মঙ্গলবার (১৯ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাইফুজ্জামান এ আদেশ দেন।যুবদল নেতা শামীম হত্যা: পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল কারাগারে ।

যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেফতার বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান বাবুল সরদার চাখারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (১৯ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাইফুজ্জামান এ আদেশ দেন।

এদিন তাকে পুলিশ হেফাজত থেকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের পরিদর্শক নাজমুল জান্নাত শাহ তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন চেয়ে আবেদন করেন। কিন্তু মূল নথি না থাকায় আদালতে কোনও শুনানি হয়নি। নথি সাপেক্ষে পরবর্তীতে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা জানান বিচারক।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত ২টায় রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে বাবুলকে গ্রেফতার করে পুলিশ।

২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকে। মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়। হামলায় যুবদল নেতা শামীম নিহত হন।এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় মামলাটি করা হয়।

You cannot copy content of this page