ঢাকাবুধবার , ১৩ মার্চ ২০২৪
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

কালিয়াকৈরে ঔষধ ফার্মেসীতে ভ্রাম্যমান অভিযান ও জরিমানা

news
মার্চ ১৩, ২০২৪ ১১:৩৮ অপরাহ্ণ । ১৬৪ জন
Link Copied!

কালিয়াকৈরে ঔষধ ফার্মেসীতে ভ্রাম্যমান অভিযান ও জরিমানা

তুষার আহম্মেদ

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে ঔষধের ফার্মেসীতে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট কাওছার আহমেদ। এ সময় ৪টি ঔষধের ফার্মেসীকে মোট ২০ হাজার টাকা জরিমানা ও মেয়াদ উত্তীর্ণ আনুমানিক ১০ হাজার টাকার ঔষধ জব্দ করে।বুধবার (১৩ মার্চ) বিকালে কালিয়াকৈর সদরের শংকর ফার্মেসীকে ১০ হাজার টাকা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড, সেবা ফার্মেসীকে ৫ হাজার টাকা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড , সিদ্দিকিয়া ফার্মেসীকে ৫ হাজার টাকা অনাদায়ে ১৫ দিন কারাদণ্ড, এছাড়াও খোকন ড্রাগ হাউজ’কে ৭দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজ পত্র সংশোধনের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। উক্ত দোকান থেকে বিভিন্ন ধরনের মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদিত বিহীন আনুমানিক ১০ হাজার টাকার ঔষধ জব্দ করে নিয়ে যায় ভ্রাম্যমান আদালত।ভ্রম্যমান আদালত পরিচালনা করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট কাউসার আহমেদ । আরো উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক মোহাম্মদ বাদল সিকদার, কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক মোঃ মোস্তফা জামাল আরিফ , উপজেলা প্রশাসনের ব্রেন্স সহকারী মোঃ মাহবুব হোসেন,পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদে জানান, কালিয়াকৈর এর বিভিন্ন এলাকায় ঔষধের দোকানিরা প্রয়োজনীয় কাগজপত্র বিহীন দীর্ঘদিন যাবৎ ব্যবসা পরিচালনা করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর উপজেলা প্রশাসন ও গাজীপুর জেলা ঔষধ প্রশাসনের যৌথ উদ্যোগে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪টি দোকানে ২০ হাজার টাকা জরিমানা , মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ করা ও একটি দোকানের কাগজ সংশোধনের জন্য ৭ দিনের সময় দেয়া হয়েছে। তবে এ অভিযান অব্যহত থাকবে।

You cannot copy content of this page