মোজাহিদুল ইসলাম-ঝিনাইগাতী :
ফাজিল মাদ্রাসায় এডহক কমিটিতে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে অনিয়ম সহ নানা অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মো: উবাইদুল ইসলাম, বি.এ (অনার্স) এম.এ বাংলা এর বিরুদ্ধে।
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দিঘীরপাড় ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় গত কয়েকদিন যাবত এডহক কমিটিতে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে অনিয়ম সহ নানা অভিযোগকে কেন্দ্র করে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে শিক্ষক শিক্ষিকাদের মাঝে।
মাদ্রাসার বিএসসি শিক্ষক মো: আল আমিন, সহকারী মৌলভী আরিফুল ইসলাম সকল শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে বলেন, আমাদের মাদ্রাসার মূল কমিটি নিয়ম অনুযায়ী বাতিল হওয়ায় এখন একটি এডহক কমিটি গঠন করা হবে। আর সেই এডহক কমিটির পাঁচজন প্রতিনিধির মধ্যে একজন শিক্ষক প্রতিনিধি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় বডি এডহক কমিটি গঠন সংবিধি-২০২৩ খ্রি.এর ৫.ঘ মোতাবেক এবং ১.৩ (ঙ) ধারা অনুযায়ী মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে নির্বাচিত হবেন এবং আলিম অথবা ফাজিল সেকশনের শিক্ষক হতে হবে কিন্তু ভারপ্রাপ্ত প্রিন্সিপাল কোন শিক্ষক-শিক্ষিকাদের সাথে কোন পরামর্শ না করে অবৈধভাবে গোপনে মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ নওশাদ আলী আকন্দকে শিক্ষক প্রতিনিধি করার জন্য ইসলামিয়া আরবি বিশ্ববিদ্যালয়ের বরাবর কমিটি অনুমোদনের জন্য আবেদন পাঠায়।
ভারপ্রাপ্ত প্রিন্সিপাল প্রতিনিধি নির্বাচনে যে রেজুলেশন প্রদর্শিত করেছেন তা সম্পূর্ণ ভুয়া চক্রান্তমূলক এমনকি তথ্য গোপন করে শিক্ষক-শিক্ষিকাদের কাছে টিউশন ফি প্রদানের সময় যে স্বাক্ষর নিয়েছিলেন সেই স্বাক্ষর গুলোকেই ফের জালজালিয়াতি করে শিক্ষক প্রতিনিধি নির্বাচনের রেজুলেশন খাতায় কাজে লাগানোর চেষ্টা করে এমন অভিযোগ করেন মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষিকারা।
মো: উবাইদুল ইসলাম বি.এ (অনার্স) এম.এ বাংলা ভারপ্রাপ্ত প্রিন্সিপালের দায়িত্ব গ্রহণের পর থেকে মাদ্রাসা অবনতির দিকে এবং শিক্ষক, শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানের দিকে তার নজর নেই বলে দাবি করেন অত্র মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থীরা।
উপস্থিত শিক্ষকরা জানায়, একারণেই প্রতিষ্ঠানের শিক্ষার্থী কমছে,মাদ্রাসার সুন্দর্য্য নষ্ট ও সুনাম ব্যহত হচ্ছে।
এ ঘটনাকে কেন্দ্র করে অবৈধ শিক্ষক প্রতিনিধি নির্বাচন বাতিল করার জন্য অত্র মাদ্রাসার সরকারি মৌলভী মো: আরিফুল ইসলাম, মো: রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক আবু রায়হান বাদী হয়ে দিঘীরপাড় ফাজিল (ডিগ্রী)মাদ্রাসার বর্তমান সভাপতি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেরপুর, বরাবর একটি অভিযোগ দায়ের করেন। যার অনুলিপি ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর প্রেরণ করেন।
এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মো: ওবায়দুল ইসলাম, বি.এ (অনার্স) এম.এ বাংলা বলেন, আমার বিরুদ্ধে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে যে অভিযোগ করেছেন সেটি সম্পূর্ণ মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক। আমি এডহক কমিটি গঠনে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এর গভর্নিং বডি গঠন সংবিধি-২০২৩ খ্রি. এর ৫.ঘ মোতাবেক এবং ১.৩ (ঙ) ধারা অনুযায়ী শিক্ষক প্রতিনিধি নির্বাচন করে কমিটি গঠনের জন্য আবেদন করেছি। এখন এ কমিটির বিষয়ে মাদ্রাসা বোর্ড কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিবেন।