ঢাকামঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

কাপাসিয়ায় কৃষি জমির মাটি কাটায় ৯ ড্রাম ট্রাক জব্দ, তিনজনকে জরিমানা

রুবেল হোসেন :
নভেম্বর ১৯, ২০২৪ ২:৩৭ অপরাহ্ণ । ৩৪ জন
Link Copied!

রুবেল হোসেন :

গাজীপুরে কাপাসিয়ায় গভীর রাতে অভিযান চালিয়ে অবৈধভাবে কৃষি জমি-টিলা থেকে মাটি কেটে ইট ভাটায় সরবরাহের অপরাধে ৯টি ড্রাম ট্রাক জব্দের পর তিনজনকে অর্থদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নূরুল আমিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। তিনি জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর বিধি মোতাবেক দুজনকে ৫০ হাজার করে এক লাখ টাকা এবং পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর অধীনে আরেকজনকে ১০ হাজার টাকাসহ তিনটি মামলায় মোট এক লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মাটি ব্যবসায়ী নাজমুল হাসান, পারভেজ মিয়া ও রাকিব হোসেন। এরআগে রবিবার (১৭ নভেম্বর) গভীর রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেনের নেতৃত্বে পুলিশ উপজেলার তরগাঁও, বারিষাব ও দূর্গাপুর এলাকায় অভিযান চালায়।

ওসি জানায়, অভিযানে মাটিসহ ৯টি ড্রাম ট্রাক ও প্রত্যেক চালককে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য ট্রাকের চালক ও মাটি ব্যবসায়ী চক্র পালিয়ে যায়। পর্যায়ক্রমে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নূরুল আমিন জানান, জব্দকৃত ড্রাম ট্রাকের মালিকদের অর্থদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে যেখান থেকে মাটি কাটা হয়েছিল সেখানে তা ফিরিয়ে দেওয়া হয়েছে।

You cannot copy content of this page