ঢাকাশনিবার , ১৬ নভেম্বর ২০২৪
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

রূপসায় শহীদ মনসুর স্মৃতি টুর্নামেন্টে অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি পরিষদ বিজয়ী

ফ.ম.আইয়ুব আলী-রূপসা :
নভেম্বর ১৬, ২০২৪ ৪:০২ অপরাহ্ণ । ৩৭ জন
Link Copied!

ফ.ম.আইয়ুব আলী-রূপসা :

রূপসায় শহীদ মনসুর স্মৃতি সংসদ আয়োজিত ১৬ দলীয় অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের নক আউট পর্ব (কোয়ার্টার ফাইনাল) এর ৩য় খেলা গত১৫ নভেম্বর (শুক্রবার) বিকালে রূপসার কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।

খেলায় অংশগ্রহণ করে অধ্যক্ষ খান আলমগীর স্মৃতি পরিষদ ও ফকিরহাট আট্টাকা স্পোর্টিং ক্লাব।

খেলায় একমাত্র গোলদাতা হলেন অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি পরিষদের তন্ময়।

অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি পরিষদ ১-০ গোলে ফকিরহাট আট্টাকা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে সেমিফাইনালে উঠে।

এসময় উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ,ফুটবল কোচ মোঃ মুস্তাকুজ্জামান, ক্রীড়া সংগঠক আলতাফ হোসেন টিপু,আঃ মালেক শেখ, টুর্নামেন্ট কমিটির আহবায়ক মাফতুন আহম্মেদ রাজা, ক্রীড়া সংগঠক মোঃ সাইফুল ইসলাম, সৈয়দ মাহমুদ আলী,আলম শেখ, সাইফুল ইসলাম, আঃ রহমান,মনির ঢালী, জুনায়েদ শরিফ, রউফুল হক মুকুল, কামরুজ্জামান নান্টু, সাজ্জাদ হোসেন, মহিতোষ পাল, ইসলাম সরদার, আয়ূব খান, আবুল কালাম, শাহাজাদা আলমগীর, জামাল শেখ, আনিসার রহমান, মিরান প্রমূখ।

রেফারী হিসাবে খেলা পরিচালনা করেন আঃ রহমান ঢালী,মোক্তার হোসেন মিঠু,মোঃ জাকির হোসেন। খেলায় ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের ৭ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রনি। খেলায় অতিথি হিসাবে ম্যান অব দা ম্যাচের পুরষ্কার বিতরন করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফরিদ শেখ।

আগামীকাল শনিবার ৪র্থ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে গোপালগঞ্জ ফুটবল একাডেমি ও শিয়ালি-চাঁদপুর সিএস মিলন একাদশ।

You cannot copy content of this page