ঢাকাবৃহস্পতিবার , ২১ ডিসেম্বর ২০২৩
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

কালিয়াকৈরে ৩ ফসলি জমির মাটি লুট, জরিমানা-ভেকু জব্দ।

news
ডিসেম্বর ২১, ২০২৩ ১১:৩৮ পূর্বাহ্ণ । ৮৪৭ জন
Link Copied!

  • কালিয়াকৈরে ৩ ফসলি জমির মাটি লুট, জরিমানা-ভেকু জব্দ।

 

তুষার আহম্মেদ

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায় উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকেলে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে এক মাটি ব্যবসায়ীকে দুই লাখ টাকা ও চারটি ভেকু জব্দ করা হয়েছে।

এলাকাবাসী ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার শেওড়াতলী এলাকায় তিন ফসলি জমি থেকে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি লুটে নিয়ে যাচ্ছিল। এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকীর নেতৃত্বে মঙ্গলবার বিকেলে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে ওই এলাকার শফিকুল ইসলাম নামের এক মাটি ব্যবাসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৪টি ভেকু জব্দ করা হয়। এসময় শফিকুল ইসলাম এর মাটি ব্যবসার সহযোগী পালিয়ে যায়।

কালিয়াকৈর সহকারী কমিশনার(ভূমি) অনিন্দ্য গুহ জানান , ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

You cannot copy content of this page