প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৬:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৭, ২০২০, ৮:১০ অপরাহ্ণ
উপজেলা চেয়ারম্যান রতন শিকদারের সতর্কবার্তা।
মোঃ নাজিমউদ্দীন (নিজাম): কুমিল্লা মেঘনা উপজেলার সর্বস্তরের জনগণকে সতর্ক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন মেঘনা উপজেলা চেয়ারম্যান 'আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার।তিনি তার ফেসবুক টাইমলাইনে লিখেন, ইদানীং শোনা যাচ্ছে ভাটেরচর হতে মেঘনায় ঢোকার পথে ব্রীজের রাস্তায় ডাকাতের প্রাদুর্ভাব বেড়ে গিয়েছে। বিশেষ করে গভীর রাতে (রাত ১০টা থেকে ২টা) এসময়ে একটি চক্র বিভিন্ন কায়দায় ডাকাতি করার চেষ্টা চালাচ্ছে।
আপনাদের সকলকে চলার পযথাসম্ভব সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করছি।ইতোমধ্যে মেঘনার আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যাপারটা অবহিত করা হয়েছে।খুব বেশি রাত করে রাস্তায় চলাচল করবেন না। যথাসম্ভব সচেতন এবং সাবধান থাকবেন। আপনার যেকোন প্রয়োজনে পুলিশের সহায়তা নিবেন। আপনাদের সর্বাত্মক সুস্থতা এবং নিরাপত্তা কামনা করছি।
|| প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন || নির্বাহী সম্পাদক : জি.এস জয় ||
Copyright © 2024 আমার প্রাণের বাংলাদেশ. All rights reserved.