ঢাকাবৃহস্পতিবার , ২৭ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঈদুল ফিতর উপলক্ষ্যে নন্দীগ্রামে প্রধান উপদেষ্টার উপহার

নন্দীগ্রাম প্রতিনিধি :
মার্চ ২৭, ২০২৫ ১০:৪৬ অপরাহ্ণ । ৭৫ জন
Link Copied!

নন্দীগ্রাম প্রতিনিধি :

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষ্যে বগুড়ার নন্দীগ্রামের গরিব মুসলিম ও দুস্থ ৫০০ পরিবারের মাঝে মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ভান্ডার হতে ঈদ উপহার প্রদান করা হয়েছে। ২৭মার্চ বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে নন্দীগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান উপদেষ্টার ত্রাণ ভান্ডার হতে গরিব মুসলিম ও দুস্থ প্রায় ৫০০ পরিবারের মাঝে ঈদের উপহার হিসেবে শাড়ি বিতরণের আয়োজন করা হয়। প্রধান উপদেষ্টার দেওয়া উপহার ঈদের শাড়ি নিতে বিদ্যালয় মাঠে ভিড় জমান বিভিন্ন বয়সের নারীরা।

নিজ হাতে শাড়ি বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আঞ্জুমান বানু। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার ফজলুল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, শাহাদাত হোসেন,উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহারুল ইসলাম, নন্দীগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, অফিস সহকারী চন্দন কুমার ঘোষ, এছাড়াও এদিন উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ১নং বুড়ইল ইউনিয়নে ধুন্দার উচ্চ বিদ্যালয় শাড়ি বিতরণ করেন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার আশরাফ আলী ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা জহুরুল ইসলাম, ২নং সদরে ওমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিতরণ করেন সহকারি প্রোগ্রামার মাজেদুর রহমান ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা সোহেল রানা, ৩নং ভাটরা ইউনিয়নে পন্ডিত পুকুর উচ্চ বিদ্যালয়ে, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী প্রামানিক, ৪নং থালতা মাজগ্রাম ইউনিয়নের বাশো সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিসংখ্যান অফিসার রবিউল ইসলাম ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুজন কুমার, ৫নং ভাটগ্রাম চাকলমা উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রকৌশলী শুভ্র বসাক ও সহকারি কৃষি কর্মকর্তা শাহাদাত হোসেন প্রমুখ।

বিতরণ কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ভান্ডার হতে নন্দীগ্রামে দেওয়া গরিব মুসলিম ও দুস্থ প্রায় ৫০০ পরিবারের মাঝে ঈদের উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়েছে।

You cannot copy content of this page