গোলাম রব্বানী :
রূপসা ইলাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় শহীদ মোঃ ইয়াসিন ও ২৪ এ শহীদদের স্মরণে ইফতার ও দোয়া মাহফিলে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রেীয় সংগঠক, জাতীয় নাগরিক পার্টি ওয়াহিদুজ্জামান জেলার আহবায়ক তাসনিম আহমেদ মহানগরের সদস্য সচিব জহুরুল তানভীর জেলার সিনিয়র যুগ্ন আহবায়ক কদরুল ইসলাম খুলনা টার্স্ক ফোর্স সানি খুলনা জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. আল মামুন-অনুষ্ঠান বাস্তবায়নে ছিলেন রূপসী রূপসার ছাত্র সমাজ মেহেরাব,ফাহাদ গাজী, ফাহিমুল হক অন্তু, সিফাত,মেহেদী, রাহুল, পারভেজ,আশরাফুল, হাসান মির্জা, সানি, রাজু, আলী আহমেদ, নাঈম রেজা, রাকিব, মাহফুজ, মোহাইমেনুল ইসলাম মেহেদী,সোহার্থ হানিফ, সাব্বির, সজল, হৃদয়, মো: রাসেল, আলামিন,আবু বকর, সাজিদ, নয়ন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।