ঢাকাবৃহস্পতিবার , ২৭ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বনানী ১৯ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

এস এম রাকিবুল ইসলাম :
মার্চ ২৭, ২০২৫ ১০:২৩ অপরাহ্ণ । ৫৪ জন
Link Copied!

এস এম রাকিবুল ইসলাম :

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও তারেক রহমানের শারীরিক সুস্থতা কামনায়, অদ্য ২৬/৩/২৫ ইং তারিখ বুধবার বনানী ১৯ নং ওয়ার্ডের করাইল এরশাদ মাঠে স্বেচ্ছাসেবক দলের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন ১৯ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ শাকিল। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর মহানগর বিএনপির সম্মানিত সদস্য রেজাউল করিম ফাহিম।

উক্ত ইফতার মাহফিলের উপস্থাপনা করেন ১৯ ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মাসুম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনানী থানা যুবদলের সহ-সভাপতি আলমগীর হোসেন, বিএনপির বনানী থানার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাঈদ আলী, এছাড়াও উপস্থিত ছিলেন গণতন্ত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক আবু বকর শহীদ। উক্ত ইফতার মাহফিলের আলোচনায় বিগত সরকারের দুর্নীতি এবং বিএনপি নেতাদের উপর চলমান নির্যাতন নিপীড়নের বিষয়ে আলোচনা করা হয়।

পাশাপাশি এমপি বাংলাদেশের উন্নয়নে কি ভূমিকা রাখবে জনগণের পাশে থাকবে সে ব্যাপারে আলোচনা করা হয়। উক্ত ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের শারীরিক সুস্থতা,দেশবাসীর সার্বিক উন্নয়ন কামনা করে দোয়া করা হয়। উক্ত মাহফিলে উপস্থিত জনসাধারণের মাঝে ইফতার বিতরণ করা হয়।

You cannot copy content of this page