নুরুল আবছার নূরী :
ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) সন্ধ্যা ফটিকছড়ি সরকারি কলেজ মার্কেটে ফিতাকেটে উদ্বোধন করেন লিম ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মুহাম্মদ মাসুদুর রহমান। প্রধান অতিথি মুহাম্মদ মাসুদুর রহমান বলেন সাংবাদিকরা হলেন সমাজের দর্পন।
তাদের নির্ভীক ও নিরপেক্ষ লিখনির মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যালয় তথ্যের অবাধ প্রবাহ এবং জনসচেতনতা বৃদ্ধির সহায়ক হবে। তিনি সাংবাদিকদের বিবেকের পক্ষ থেকে সংবাদ পরিবেশনের উপর জোর দেন।ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহমদ আলী চৌধুরী বলেন “এই কার্যালয় আমাদের কাজকে আরো সুসংগঠিত করবে”। সাংবাদিকদের নিরলস প্রচেষ্টায় সমাজের নানা অসসংঙ্গিত তুল আনতে সাহায্য করবে।
ক্লাবের জৈষ্ঠ সহ-সভাপতি এস,এম,আক্কাস বলেন সাংবাদিককতা শুধু তথ্য পরিবেশন জনগণের পক্ষে সত্য কথা তুল ধরার ও দায়িত্ব। সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলাইমান আকাশ বলেন ” সাংবাদিকরা জাতির বিবেক। তাদের লেখনির মাধ্যমে সমাজের নানান অসঙ্গিত দুর হয়। বস্তুনিষ্ঠতা সংবাদ যেমন জরুরি তেমনি অপ-সাংবাদিকতা হাত থেকে সাংবাদিকতাকে রক্ষা করা ও প্রয়োজন”।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক এম শহীদ,ইকবাল হোসেন মনজু,সালাহ উদ্দিন জিকু, সেলিম উদ্দিন, রফিকুল ইসলাম তালুকদার, মোঃ জিপন, ওবায়দুল আকবর রুবেল, ইউছুফ আরফাত, সিরাত মনজু, মোঃ এনামূল হক, কামরুল ইসলাম সবুজ, নুরুল আবছার নূরী প্রমুখ।অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুলেল শুভেচছা জানানো হয়।তিনি উপজেলা প্রেসক্লাবের সদস্যদের খুজখবর নেন এবং উন্নয়নের সার্বিক সহযোগিতা আশ্বাস দেন।