ঢাকাবৃহস্পতিবার , ২৭ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় কমিটি বিলুপ্তির দাবিতে বি এন পির বিক্ষোভ

মো: তৌহিদ উদ্দিন শেখ-খুলনা :
মার্চ ২৭, ২০২৫ ১০:১১ অপরাহ্ণ । ৩৯ জন
Link Copied!

মো: তৌহিদ উদ্দিন শেখ-খুলনা :

খুলনার বটিয়াঘাটা উপজেলায় ৭ নং আমিরপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক মোঃ জসিম উদ্দিনকে বহিষ্কার করে কমিটি বিলুপ্তির দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার রাতে ইউনিয়নের বাইনতলা বাজারের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে কলেজ মোড়ে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ৭ নং আমিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ হায়দার আলী শেখ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি শিহাব মোড়ল, সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর শেখ, বটিয়াঘাটা থানা কৃষক দলের সাধারণ সম্পাদক বাপ্পি খাঁ, ৩ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মজিবর ফরাজি, ৭ নং আমিরপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাহিদুল ইসলাম, ২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোহাম্মদ আলী, ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ মোড়ল, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শাহেল শেখ, আমিরপুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আবু দাফি সহ ছাত্রনেতা নাজমুল নাঈমুল ইকবাল হেলাল মোরসালিন বাবুল শাহাবুদ্দিন মাসফুর সহ আরো অনেকে।

এ সময় বক্তারা বলেন,ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহযোগী জসিম উদ্দিন ২০২৪ সালে আওয়ামী লীগের সাজানো পাতানো ডামী নির্বাচনে ৭ নং আমিরপুর ইউনিয়নের নির্বাচনে নির্বাচনী কেন্দ্র পরিচালনার দায়িত্ব পালন করে।

বটিয়াঘাটা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান জিএম মিলন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান ও ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কৌশিক পালের সঙ্গে নৌকার প্রার্থীতে বিজয়ী করার জন্য মতবিনিময় সভা করে। ঐ সভায় বক্তব্য করে সদ্য ৭ নং আমিরপুর ইউনিয়ন শাখার বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক জসিম উদ্দিন শেখ। সেসময়ের নির্বাচনে যুবলীগ নেতা খাইরুল ও নাজমুল আওয়ামী লীগের চেয়ারম্যান জিএম মিলনকে ফুল দিয়ে বরণ করেন জসিম।

অন্যদিকে বটিয়াঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক জানান তদন্ত করে, সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

You cannot copy content of this page