ঢাকাবৃহস্পতিবার , ২৭ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

রূপসায় আঠারোবেকি নদীর তীরে মসজিদ উদ্বোধন

ফ.ম.আইয়ুব আলী-রূপসা :
মার্চ ২৭, ২০২৫ ১০:০৪ অপরাহ্ণ । ৬২ জন
Link Copied!

ফ.ম.আইয়ুব আলী-রূপসা :

রূপসার সামন্তসেনা “আঠারো বেকি নদী (ভাঙ্গন ঘাট)” এলাকায় স্থানীয়রা মসজিদ নির্মাণ শেষে প্রথম সালাত আজ ২৭ মার্চ-২০২৫ (২৬ রোজা) জোহরের নামাজ সম্মিলিত আদায়ের মাধ্যমে উদ্বোধন করা হয়। মসজিদের নাম দেওয়া হয়েছে- আঠারোবেকী দারুন নাজাত মসজিদ।

নতুন মসজিদে প্রথম সালাতের ইমামতি করেন- আল মাদরাসাতুল আরাবিয়া তিলাওয়াতুল কুরআন পরিচালক হাফেজ মাওলানা নাসির উদ্দিন।

নতুন মসজিদ উপলক্ষে দোয়া-মোনাজাত পরিচালনা করেন- মসজিদ কমিটির প্রধান উপদেষ্টা আলাইপুর ইশা আয়াতে সুন্নাহ হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি দীন মোহাম্মদ।

আলোচনা সভায় বক্তৃতা করেন- মসজিদের উপদেষ্টা শিক্ষক মো. খালেদ মাহমুদ, উপদেষ্টা ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুন্না সরদার, মসজিদে দায়িত্বপ্রাপ্ত ইমাম কারী মো. মোকসেদ আলী, খাজাডাঙ্গা ইকরা ইসলামি ক্যাডেট একাডেমি’র মাওলানা আব্দুল গাফফার, মুফতি আনিসুর রহমান, উত্তর খাজাডাঙ্গা ‘মসজিদ আত তাকওয়া’ ইমাম হাফেজ মাওলানা হাফিজুর রহমান, নতুনহাট জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হান্নান, সামন্তসেনা পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা নুর ইসলাম, প্রভাষক আসাদুজ্জামান, সামন্তসেনা ওয়ার্ড মেম্বার শেখ মাসুম,সমাজসেবক আলহাজ্ব মো.সাইফুল ইসলাম, মুন্না সরদার, শিক্ষক আনিসুর রহমান, শিক্ষক মোস্তাফিজুর রহমান, মো. নাজিম উদ্দিন, মো. আল-আমিন গোলদার, খান আব্দুল হালিম, শেখ জহিরুল হক শারাত, শাহজাদা আলমগীর, রূপসা প্যাথলজির ইকবাল হোসেন, মসজিদ কমিটির আহবায়ক মো. আকরাম হোসেন শেখ, সদস্য সচিব ইসলাম সরদার, সদস্য-মো. কাউসার, সৈয়দ আহমেদ, মো. মনির শেখ, ইশরাক শেখ, আমির আলী শেখ প্রমূখ। তাছাড়া সাংবাদিক এবং বিভিন্ন এলাকার ইমাম ও ধর্ম প্রাণ মুসল্লিরা প্রথম সালাতে অংশগ্রহন করেন।

You cannot copy content of this page