মোহাম্মদ আলী সানু :
টেকসই উন্নয়ন দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে বৃহষ্পতিবার ২৭ মার্চ ২৬ রমযান সকালে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়ন নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন, ডিমলায় জাতীয় মহিলা সংস্থা প্রকল্পের আয়োজন, প্রশিক্ষণার্থীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণ কর্মকর্তা মোছাঃ স্বপ্না আক্তার এর সঞ্চালনায়, ৪ ট্রেড এর মধ্যে ৩টি ট্রেডের :২৭২ জন নারী শিক্ষার্থীদের মাঝে এ চেক তুলা দোয়া হয়। অফিস জানায়, অবশিষ্ট ১টি ট্রেডের ১০৭ জন কে ঈদ পরবর্তী সময়ে দেয়া হবে। চেক বিতরণ উদ্বোধন করেন, ডিমলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল মিয়া। তিনি সংক্ষিপ্ত এক আলোচনা সভায় উপকারভোগীদের উদ্দেশ্য বলেন, জাতীয় মহিলা সংস্থা চেয়ারম্যান নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান তিনি আপনাদের কথা ভেবে, তাঁর সার্বিক প্রচেষ্টায় আপনাদের হাতে এ চেক তুলে দেয়া সম্ভব হয়েছে। আপনারা তাঁর জন্য দোয়া করবেন তিনি যেন সর্বদা তাঁর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে।
এতে বিশেষ অতিথি হিসেবে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে, প্রশিক্ষণের মাধ্যমে নারীদের মেধা বিকাশ কাজে লাগিয়ে পুরুষের পাশাপাশি নারীরা যেন আয়ের উৎস বের করে, সংসারের সুখ ও শান্তি ফিরে আনতে পারে, এবং অশোভনীয় ও সমাজ কলুষিত কাজ থেকে নিজ এবং অপরকে বিরত থাকার উপর পরামর্শ ভিক্তিক বক্তব্য দেন, মোঃ আঃ হামিদ জেলা কর্মকর্তা জাতীয় মহিলা সংস্থা জেলা কার্যালয় নীলফামারী, মোঃ শাহানুর রহমান সহকারী প্রোগ্রামার ব্যানবেইস ডিমলা, মোঃ মোতাহের হোসাইন প্রশিক্ষক কম্পিউটার জেলা জাতীয় মহিলা সংস্থা।
উল্লেখ যে প্রশিক্ষণ কর্মকর্তা মোছাঃ স্বপ্না আক্তার বলেন, উত্তর জনপদের অবহেলিত মা বোনদের ভাগ্যর পরিবর্তন ঘটাতে নীলফামারীর ডিমলায় জাতীয় মহিলা সংস্থা প্রশিক্ষণ কেন্দ্রটি স্থাপন করা হয়। যার বদৌলতে অনেকে প্রকল্পের আওতায় পাঁচটি ট্রেড এ প্রশিক্ষণ গ্রহন করছেন। এর ফলে নারীদের দক্ষতা আত্মবিশ্বাস বৃদ্ধি পাচ্ছে। আর ব্যবসা ও কর্মসংস্থানের কলাকৌশল শিখে তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক সমৃদ্ধি ও বিকাশ সাধনে তরান্বিত হচ্ছে।