ঢাকাবৃহস্পতিবার , ২৭ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় অস্ত্রসহ জলদস্যু আটক করেছে কোস্টগার্ড

মোঃ মাসুম বিল্লাহ জুয়েল-লালমোহন :
মার্চ ২৭, ২০২৫ ৯:৪৯ অপরাহ্ণ । ৬২ জন
Link Copied!

মোঃ মাসুম বিল্লাহ জুয়েল-লালমোহন :

ভোলার তজুমদ্দিন উপজেলার চর মোজাম্মেল এলাকায় অভিযান চালিয়ে ৫ জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। বৃহস্পতিবার (২৭ মার্চ) মধ্যরাত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সকাল ১১ টায় কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদেরকে এ তথ্য জানান। আটক ব্যক্তিরা হলেন, চর মোজাম্মেল এলাকার মো. হারুন দফাদার, রুবেল হোসেন, কবির মাঝি, মো. ইউনুস ও ফেরদৌস ওরফে হেজু। কোস্টগার্ড জানায়, আটককৃত জলদস্যুরা চর মোজাম্মেল এলাকার সালাউদ্দিন বাহিনীর সক্রিয় সদস্য। তাঁরা দীর্ঘদিন যাবত ভোলার মেঘনা নদীতে ডাকাতি করে আসছেন বলে কোস্টকার্ডের কাছে অভিযোগ রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭টি আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড গোলা এবং ৪টি রকেট প্লেয়ার জব্দ করা হয়।

পরে আটককৃত জলদস্যু ও জব্দকৃত সকল আলামত ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

You cannot copy content of this page