ঢাকাবৃহস্পতিবার , ২৭ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

শেখ মুজিবের এর ভাষণ প্রচার করায় বিক্ষুব্ধ জনতার হামলা, মাইক ভাংচুর

সৌভিক পোদ্দার-ঝিনাইদহ :
মার্চ ২৭, ২০২৫ ৯:৩৪ অপরাহ্ণ । ৫৬ জন
Link Copied!

সৌভিক পোদ্দার-ঝিনাইদহ :

শেখ মুজিবের ভাষণ প্রচার করায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা হামলা চালিয়ে একজনকে আহত ও মাইক ভাঙচুর করেছে।

বুধবার সকাল ৯টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ভবনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মাইকে শেখ মুজিবের ভাষণ চলাকালে এ ঘটনা ঘটে।

হামলায় মুক্তিযোদ্ধা সংসদের তত্ত্বাবধায়ক সাগর হোসেন নামে একজন আহত ও মাইকের কিছু অংশ নিয়ে গেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

কালীগঞ্জ শহরের দেশ মাইক এন্ড অডিও এ্যাড প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ইয়াকুব আলী জানান, সকালে মুক্তিযোদ্ধা লিয়াকত আলী এক হাজার টাকা ভাড়ায় একটি মাইক সেট মুক্তিযোদ্ধা ভবনে নিয়ে যায়। তিনি শুনেছেন, ওই ভবনের তত্ত্বাবধায়ক সাগর হোসেন মাইকে শেখ মুজিবের ভাষণ বাজাচ্ছিলেন। এ সময় স্থানীয় কয়েকজন তাকে নিষেধও করেন। কিন্তু এরপরও মুজিবের ভাষণ চলতে থাকে। মাইকে এমন ভাষণ প্রচার শুনতে পেয়ে বিক্ষুব্ধ ছাত্র জনতা সকাল ৯টার দিকে মিছিল নিয়ে ওই ভবনে হামলা চালায়। তারা মুক্তিযোদ্ধা ভবনের তত্ত্বাবধায়ক সাগর হোসেনকে মারপিট করে আহত ও মাইক ভাঙচুর করে নিয়ে যায়।

এ ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে আহত সাগর হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হেলাল উদ্দিন জানান, হামলা বা মারপিট ঘটনার বিষয়টি তিনি কিছুই জানেন না। মুক্তিযোদ্ধা ভবনের তত্ত্বাবধায়ক সাগর তাকে ভাষণ প্রচার নিয়ে কিছুই বলেনি। কেউ বা দুষ্ট চক্র তাদের ভাবমূর্তি নষ্ট করতে এমন ঘটনা ঘটাতে পারে।

You cannot copy content of this page