ঢাকাবৃহস্পতিবার , ২৭ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে কবরস্থান থেকে রাতের আধারে চুরি হচ্ছে কঙ্কাল

news
মার্চ ২৭, ২০২৫ ৯:২৯ অপরাহ্ণ । ৬২ জন
Link Copied!

মোঃ আব্দুল বারী :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা কালের ভিটা কবরস্থান থেকে রাতের আধারে একাধিক কবর খুঁড়ে কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। এমন ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। সম্প্রতি কবরস্থানে যাওয়া কয়েকজন ব্যক্তি দেখতে পান, বেশ কিছু কবরের মাটি খোঁড়া এবং কঙ্কালের বিভিন্ন অংশ উধাও। ধারণা করা হচ্ছে, সংঘবদ্ধ চোরচক্র গভীর রাতে কবরস্থানে ঢুকে মৃতদেহের হাড়গোড় চুরি করে নিয়ে গেছে।

এলাকার বাসিন্দারা বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। কেউ কেউ বলছেন, কঙ্কাল পাচারকারী চক্র বিদেশে এগুলি পাচার করছে, আবার কেউ মনে করছেন, তান্ত্রিক বা গোপন ধর্মীয় কর্মকাণ্ডের জন্য এই চুরি করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

এমন মর্মান্তিক ঘটনার পরও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াদ জানান, কঙ্কাল চুরির ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং চোরচক্র শনাক্ত করতে স্থানীয়দের সঙ্গে কথা বলা হচ্ছে। প্রয়োজনে কবরস্থানের আশপাশে নজরদারি বাড়ানো হবে।

স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। তাদের মতে, কবরস্থানে পাহারার ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। এলাকা বাসীর আহ্বান, প্রশাসন যেন দ্রুত কার্যকর ব্যবস্থা নেয় এবং মৃতদের কবরের শান্তি ও মর্যাদা রক্ষা নিশ্চিত করে।

You cannot copy content of this page